ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জামায়াত নেতা আমির আলীসহ ৩ রাজাকারের ফাঁসির রায়

প্রকাশিত: ১৯:০৩, ১৩ মার্চ ২০১৮

জামায়াত নেতা আমির আলীসহ ৩ রাজাকারের ফাঁসির রায়

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় নোয়াখালীর জামায়াত নেতা আমির আলীসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া এ মামলার আরেক আসামিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার অপর তিন আসামি হলেন, মো. জয়নাল আবদিন, মো. আব্দুল কুদ্দুস ও আবুল কালাম। আসামি আবুল কালাম পলাতক। বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ মঙ্গলবার এ রায় দেন। এ রায়ের মধ্য দিয়ে একাত্তর সালে হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৩১টি রায় দিলেন দুই ট্রাইব্যুনাল। এ মামলায় আসামি ছিল পাচঁজন। এর মধ্যে আসামি মো. ইউসুফ আলী গ্রেফতারের পর অসুস্থ হয়ে মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। রায় ঘোষণার জন্য গতকাল সোমবার ট্রাইব্যুনালের কার্যতালিকায় রাখা হয় মামলাটি। পরে রায়ের জন্য মঙ্গলবার দিন ঠিক করে দেন আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর জাহিদ ইমাম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী তারিকুল ইসলাম, মিজানুর রহমান, গাজী মুক্তিযুদ্ধের সময় আসামিরা নোয়াখালীর সুধারামে ১শ ১১ জনকে হত্যা করে। এছাড়া্ও লুণ্ঠন ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে।
×