ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আত্মীয়দের ডিএনএ পরীক্ষার মাধ্যমে লাশ সনাক্তের সুযোগ

প্রকাশিত: ২৩:৩০, ১৩ মার্চ ২০১৮

আত্মীয়দের ডিএনএ পরীক্ষার মাধ্যমে লাশ সনাক্তের সুযোগ

অনলাইন রিপোর্টার ॥ নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের ময়নাতদন্ত চলছে। এসব ছাড়াও কিছু আনুষঙ্গিক প্রক্রিয়া আছে। সেগুলো শেষ হওয়ার পর মরদেহগুলো শনাক্তের সুযোগ পাবেন বাংলাদেশ থেকে আসা স্বজনরা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও ইউএস-বাংলার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বাংলাদেশ থেকে যাওয়া হতাহতদের স্বজনরা এখনও তাদের নিকটাত্মীয়দের কাছে যাওয়ার সুযোগ পাননি। যারা বেঁচে আছেন তাদের কাছে কীভাবে তাদের নিয়ে যাওয়া হবে সে তথ্য এখনও জানা সম্ভব হয়নি। তবে কাঠমান্ডু থেকে আশিক কাঞ্চন নামে এক প্রবাসী বাংলা জানিয়েছেন, বাংলাদেশ থেকে ইউএস-বাংলা এয়ারলাইনস যাত্রীদের যেসব স্বজনকে নিয়ে গেছে তাদের প্রথমে নেপালের বাংলাদেশ দূতাবাস কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। যাদের নিকটাত্মীয়রা নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া সম্ভব হয়েছে তারা এখন মহারাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সামনে ভিড় করছেন। তিনি জানান, মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত পাঁচজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে সবগুলো মরদেহের ময়নাতদন্ত আজ শেষ না হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য দুই তিন দিন লাগতে পারে বলে অনুমান করেছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, ‘আমি সকালে মহারাজগঞ্জ মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে গিয়েছি। ময়নাতদন্তের পর লাশগুলো দেখানোর জন্য রাখা হবে। নিকট আত্মীয়দের দাঁত, জন্মদাগ, অলঙ্কার, শেষ পরিধেয় বস্ত্র এসব দেখে মরদেহ চিহ্নিত করতে হবে। নিকটাত্মীয় যারা নেপালে আসছেন নিহতদের ময়নাতদন্ত না হওয়া পযন্ত তাদের ধৈর্য ধরে থাকতে হবে বলেও তিনি জানান।
×