ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের মানববন্ধন

প্রকাশিত: ২৩:৪৮, ১৩ মার্চ ২০১৮

দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের মানববন্ধন

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে অব্যাহত পতনের প্রতিবাদে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে মানববন্ধন চলছে। মঙ্গলবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে এ মানববন্ধন শুরু হয়। বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে লুটেরাদের হাত থেকে পুঁজিবাজার রক্ষা কর এবং পুঁজিবাজার ঠিক কর, নইলে বুকে গুলি কর শ্লোগানে মানববন্ধনে সাধারণ বিনিয়োগকারীরা অংশ নিয়েছে। বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান-উর-রশিদ চৌধুরী মানবন্ধনে নের্তৃত্ব দিচ্ছেন। মানববন্ধনে বিনিয়োগকারীরা বিচার চাই বিচার চাই লুটারাদের বিচার চাই, শেয়ারবাজার ঠিক কর নইলে বুকে গুলি কর ইত্যাদি স্লোগান দেয়। এছাড়া খায়রুলের গদিতে আগুন জ্বালাও একসাথে, এক দফা এক দাবি খায়রুল তুই কবে যাবি স্লোগান দিতে থাকে। মানববন্ধনের শুরুতে পুলিশ বাধা দিলেও বিনিয়োগকারীরা পিছপা হয়নি।
×