ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জামালপুরে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন দিবসে জাতীয় পতাকা মিছিল

প্রকাশিত: ০১:০২, ১৩ মার্চ ২০১৮

জামালপুরে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন দিবসে জাতীয় পতাকা মিছিল

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুওে আজ মঙ্গলবার প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৩ মার্চ পতাকা উত্তোলন দিবস উদযাপন পরিষদের ব্যানারে বেলা ১২টার দিকে জামালপুর শহরের দয়াময়ী মোড় থেকে জাতীয় পতাকা মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালপুর পাবলিক লাইব্রেরিতে গিয়ে শেষ হয়। মিছিলে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের লোকজন অংশ নেন। পরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে পতাকা উত্তোলন পরিষদের আহ্বায়ক ও জেলা জেএসডির সভাপতি আমির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথম পতাকা উত্তোলনকারী সাবেক সংসদ সদস্য প্রয়াত আব্দুল মতিন মিয়া হিরুর সহধর্মিনী অধ্যাপক সেলিনা হায়াত, মুক্তিযোদ্ধা সুজায়াত আলী ফকির, কবি সাযযাদ আনসারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, জেএসডির সহসভাপতি হাবিবুর রহমান বাবু, সৈয়দ ফজলুল হক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ, ইসলামপুর উপজেলা জেএসডির সভাপতি আনোয়ার হোসেন, বিএনপিনেতা সাজ্জাদ হোসেন পল্টন, জেলা জাসদের সাধারণ সম্পাদক সৈয়দ ফজলুল হক লেমন প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা জেএসডির সাধারণ সম্পাদক আইনজীবী তাজ উদ্দিন সবুজ। বক্তারা বলেন, স্বাধিকারের চূড়ান্তপর্বে ১৯৭১ সালের ১৩ মার্চ ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে জামালপুর শহরের গৌরীপুর কাছারি মাঠে এক বিশাল সমাবেশ হয়। ওই সমাবেশে জামালপুর মহকুমা ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক, তৎকালীন আশেক মাহমুদ কলেজের সাবেক ভিপি ও সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল মতিন মিয়া হীরু প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। এটি জামালপুরের জন্য একটি গৌরবের ইতিহাস। সেই ইতিহাসকে ধরে রেখে স্বাধীনতার চেতনায় উদ্ধুব্ধ হওয়ার লক্ষ্য নিয়ে প্রতি বছর এই দিনটি পালিত হয়ে আসছে।
×