ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হাজারীবাগে হিজবুত তাহরীর এক সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০১:৫৬, ১৩ মার্চ ২০১৮

হাজারীবাগে হিজবুত তাহরীর এক সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ পুরানো ঢাকার হাজারীবাগ থানা এলাকা থেকে মাইনুল হাসান ভূইয়া ওরফে ছাকিব (২৮) নামে জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার দুপুর দেড়টায় তাকে আটক করে করা হয়। গ্রেফতারকৃত মাইনুলের বাবার নাম আব্দুল মতিন ভূইয়া। তারা ঝিগাতলার হাজী আফসার উদ্দীন রোডের ৪১/৯/বি নম্বর বাড়িতে থাকতেন। র্যাবের দাবি, মাইনুল দীর্ঘ দিন ধরে জঙ্গীবাদের সঙ্গে যুক্ত। র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোঃ ফিরোজ কাউসার জানান, মাইনুল দেশের অখণ্ডতা, সংহতি, নিরাপত্তা, সার্বভৌমত্ব বিপন্ন করতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের বাংলাদেশের সমর্থন, সদস্যপদ গ্রহন করে। অন্যকেও ওই সংগঠনে যোগদানের জন্য আহ্বান করে। এ ছাড়াও তাকে জিজ্ঞাসাবাদে আরও অনেক চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। যা যাচাই-বাছাই করা হচ্ছে। গ্রেফতারকৃত বিরুদ্ধে থানা মামলা হয়েছে।
×