ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিমানমন্ত্রীর সঙ্গে নেপাল সিভিল এভিয়েশনের বৈঠক

প্রকাশিত: ০২:৫৩, ১৩ মার্চ ২০১৮

বিমানমন্ত্রীর সঙ্গে নেপাল সিভিল এভিয়েশনের বৈঠক

অনলাইন ডেস্ক ॥ বিমানমন্ত্রীর সঙ্গে নেপাল সিভিল এভিয়েশনের বৈঠক নেপালের সিভিল এভিয়েশনের সঙ্গে বৈঠক করেছেন বিমানমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল। নেপালের রাজধানী কাঠমান্ডুতে মঙ্গলবার সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিমানমন্ত্রী। মন্ত্রী বলেন, আমি এখন হাসপাতালে যাচ্ছি। যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের দেখবো, খোঁজ খবর নেবো। ককপিটের ভয়েস রেকর্ডার থেকেই সব জানা যাবে। মন্ত্রী বলেন, নেপালের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে আমরা বৈঠক করেছি। তারা আমাদের দুর্ঘটনা সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়েছেন। আগামীকাল সকাল ৮টায় নেপালের সেনা প্রধানের সঙ্গে বৈঠক করবো। বেলা ১২ টায় নেপালের প্রধানমন্ত্রী খাদগা প্রসাদ শর্মা অলির সঙ্গে বৈঠক করাবো। এরপর দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বলেও জানান বিমানমন্ত্রী। কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা জানতে পেরেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তারা পরস্পরকে দোষারোপ করছে। বিমানটির ব্লাকবক্স ও ককপিট ভয়েস রিকোভার করা হয়েছে। তারা তদন্ত করছে। আমাদের দলও তদন্ত করছে।
×