ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে কৃত্রিম দরপতন ঘটানো হচ্ছে ॥ বিনিয়োগকারী ঐক্য পরিষদ

প্রকাশিত: ০১:১৩, ১৪ মার্চ ২০১৮

পুঁজিবাজারে কৃত্রিম দরপতন ঘটানো হচ্ছে ॥ বিনিয়োগকারী ঐক্য পরিষদ

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে অব্যাহত পতনের প্রতিবাদে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বুধবারও মানববন্ধন করেছে বিনিয়োগকারীরা। বুধবার দুপুর সোয়া ২টার দিকে এ মানববন্ধন শুরু হয়। বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে লুটেরাদের হাত থেকে পুঁজিবাজার রক্ষা কর এবং পুঁজিবাজার ঠিক কর, নইলে বুকে গুলি কর শ্লোগানে মানববন্ধনে সাধারণ বিনিয়োগকারীরা অংশ নেন। বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান-উর-রশিদ চৌধুরী মানবন্ধনে নের্তৃত্ব দিচ্ছেন। মানববন্ধনে বিনিয়োগকারীরা শেয়ারবাজার ঠিক কর নইলে গদি ত্যাগ কর, শেয়ারবাজার ঠিক কর নইলে বুকে গুলি করার দাবি জানানো হয়। সংগঠনটির সভাপতি মিজান-উর-রশিদ চৌধুরী বলেন, শেয়ারবাজারে পতন হওয়ার মতো কিছু ঘটেনি। পাতানো খেলার মাধ্যমে বাজারে কৃত্রিম প্রভাব ফেলানো হচ্ছে। এক্ষেত্রে ২০১০ সালের রাঘব বোয়ালরা জড়িত। যাদের নাম ইব্রাহিম খালেদের তদন্তে উঠে এসেছিল। তাদেরকে আইনের আওতায় আনতে পারলেই সবকিছু ঠিক হয়ে যাবে। তিনি বলেন, শেয়ারবাজারের বর্তমান মন্দাবস্থায়ও আইসিবি শেয়ার ক্রয়ের ক্ষেত্রে নিষ্ক্রিয় রয়েছে। বিষয়টি অবশ্যই তদন্ত হওয়া উচিত।
×