ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পরীর নতুন যাত্রা

প্রকাশিত: ০৬:৩৯, ১৫ মার্চ ২০১৮

পরীর নতুন যাত্রা

গত ৯ মার্চ ছিল শুক্রবার। সাপ্তাহিক ছুটির দিন। পড়ন্ত বিকেল। বিএফডিসির ভেতরে সূর্যের রশ্মি তেজ হারিয়েছে। এমন সময় আগত বহু মানুষের পদচারণায় মুখরিত এফডিসির একাধিক চত্বর। ঢুকেই হাতের বাঁয়ে চলছিল সিনেমার দৃশ্যায়ন। কিছুদূর এগোতেই ছোট ছোট মানুষের জটলা। জটলা পার হয়ে হাতের বাঁয়ে ৭ নম্বর ফ্লোর। ডানদিক থেকে ঢুকে পরি লম্বা হলরুমের ভেতর। সাদা কভার দিয়ে বহু চেয়ার আগতদের জন্য সাজানো। বসে পরী সুবিধামতো একজাগায়। সামনের সারিতে একাধিক পরিচিত মুখ। স্টেজে অনুষ্ঠান সঞ্চালক সবাইকে স্বাগত জানাচ্ছেন। কিছুক্ষণের ভেতর ধবধবে সাদা পোশাক পরিহিত স্টেজে উঠে আসেন এই সময়ের নন্দিত চিত্রনায়িকা পরীমনি। মাইক্রোফোন হাতে নিয়ে, স্বস্তির হাসি হেসে সবার উদ্দেশে বলেন, ‘আজ আমি ভীষণ খুশি একই সঙ্গে ভীষণ উত্তেজিত, আপনারা আগেই জেনেছেন আজকে এখনে আগমনের কারণ। কিন্তু বিশেষ একটা সারপ্রাইজে কথা আপনাদের জানানো হয়নি। যেটা জানানোর জন্য আমার মন ভীষণভাবে অশান্ত’ অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে আগেই জানানো ছিল চিত্রনায়িকা পরীমনি ‘সোনরতরী মাল্টিমিডিয়া’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। অবশেষে কয়েক সেকেন্ডের একটা মোশন লোগো বড়স্ক্রিনে দেখিয়ে সকলকে জানিয়ে দিলেন আজ থেকে যাত্রা শুরু পরীমনির সোনরতরীর; তিনি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। অবশ্য সোনার তরীর শব্দটার যিনি রূপকার অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম উচ্চারণ হলো শ্রদ্ধাভরে। একাধিক বার পরীমনি পরিষ্কার জানিয়েছেন তিনি বিশ্বকবির অমোঘ প্রেমী। প্রেমের প্রতিদান হিসেবেই হয়ত তিনি তার প্রতিষ্ঠানের নাম রেখেন সোনর তরী মাল্ডিমিডিয়া! অল্প সময় বাদেই মঞ্চে আসেন তরুণ পরিচাল শামীম আহমেদ চিত্রনায়ক জায়েদ খানসহ অনেকে। ঘোষণা আসে এখনই দেখানো হবে সেই সারপ্রাইজ। হলরুমের সব লাইট বন্ধ করে শুরু হল টাইম কাউন ডাউন। প্রজেক্টর থেকে আলো পড়ল মঞ্চের সাদা স্ক্রিনে, হলরুমের সাউন্ড ইফেক্টে একটা এনার্জিটিক শব্দ ভেসে এলো। পর্দায় এক ভিন্ন পরীমনি সঙ্গে জায়েদ খান আর কোন ফিগার নেই। বড় বড় দুটো অক্ষরে লেখা ‘ক্ষত’ পাশে ছোট করে লেখা ‘প্রেম নয় যন্ত্রণার গল্প’ অর্থাৎ মোশন পোস্টারের মধ্যে জানানো হলো আসছে পরীমনি নিজস্ব প্রোডাকশনের প্রথম সিনেমা ‘ক্ষত।’ বাহ! হলরুম ভর্তি সকলে সবার দিকে তাকাচ্ছে, না! পোস্টার ভাল হয়েছে। পরীর এই নতুন যাত্রা আপাতত ভালই হয়েছে। পরীমনি অভিনীত সবশেষ ছবি ‘অন্তর জ্বালা’ মুক্তি পায় গত বছর ১৫ ডিসেম্বর। মুক্তির অপেক্ষায় আছে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’। আরো একাধিক সিনেমা নিয়ে বস্ত্য সময় পার করছেন এই সুন্দরী চিত্রনায়িকা।
×