ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শাকিলুর রহমান

নিশোর দিনকাল

প্রকাশিত: ০৬:৪১, ১৫ মার্চ ২০১৮

নিশোর দিনকাল

আফরান নিশো। নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপন, মেগা সিরিয়াল এক কথায় ছোট পর্দার তুমুল জনপ্রিয় মুখ। নিজেকে ভেঙেছেন-গড়েছেন দীর্ঘদিন ধরে ক্যামেরার সামনে-পেছনে! ২০০০ সালে ক্যারিয়ার শুরু করেন নিশো। প্রথম বিজ্ঞাপন চিত্রে কাজ করেন গুণী নির্মাতা অমিতাভ রেজার মেরিল টেলকাম পাউডারে। ২০০৬ সালে গাজী রাকায়াতের পরিচালনায় ‘ঘরছাড়’ মধ্য দিয়ে নাটকে নাম লেখান নিশো। প্রথম কাজের পর অল্প অল্প করে ক্যারিয়ারে উঠতে থাকে, বর্তমানে নিশোর সাফল্যের সূর্য মধ্য গগনে। সম্প্রতি এই ব্যস্ত মানুষটির সঙ্গে কথা হয় আনন্দকণ্ঠের সঙ্গে। কিভাবে মিডিয়ায় এলেন? নিশো বলেন, ছোটবেলা থেকে ছবি আঁকতাম, মা বলত খুব সুন্দর ছবি হয়েছে। গান শুনতাম, নাটক দেখতাম! কখনও ভাবিনি আমি একজন অভিনেতা হব। মিডিয়াতে আসলে আমার হঠাৎ করেই আসা। আমার কোন ইচ্ছা ছিল না মিডিয়াতে কাজ করার। সেই ২০০০ সালের কথা। আমার এলাকায় আজিমপুরে একটি স্টিল ফটোশূট চলছিল। তখন আমার এক বড় আপু বলল তোর ছবি তুলবি? আমি ঠিক বুঝতে পারি নাই কথাটা। তখন আপু বলল মডেলিংয়ের জন্য। সেই থেকে শুরু হলো। তারপর অনেক স্টিল ফটোশূট, বিভিন্ন ব্র্যান্ডের মডেল হওয়া, র‌্যাম্পে হাঁটা সব করেছি। এখন বাংলা নাটকের অবস্থা কী? আপনার জায়গা থেকে বলুন? অনেকে বলবে নাটকের ধ্বংস হয়ে গেছে, কিছু হচ্ছে না। আমি এই কথার সম্পূর্ণ দ্বিমত। একটা উদাহরণ দিই- আগেও ডাল-ভাত, ভর্তা, বিরিয়ানি ছিল। এখনও আছে। আগে মাসে একবার বিরিয়ানি খেত এ কারণে ভাল লাগত, এখন প্রতিদিন বিরিয়ানি খাওয়া হয়। এ কারণে হয়ত ভাল লাগে না। বিরিয়ানির স্বাদ পাওয়া যায়। তবে এটা সত্যি বাজেট কমে গেছে। অনেক এ্যারেঞ্জার ডিরেক্টর হয়েছে। সব মিলিয়ে আগেও ভাল-খারাপ কাজ হয়েছে, এখনও হয়। কোন্ ধরনের চরিত্রে অভিনয় করতে ভাল লাগে? নিশো, আমি সব ধরনের চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। যে চরিত্রে অভিনয় করব সেটা আগে ধারণ করি। আর এক কথা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। আপনার ক্যারিয়ারের সেরা প্রাপ্তি? নিশো, কোন্টা রেখে কোন্টা বলব। আমি বিজ্ঞাপন, র‌্যাম্প, মডেলিং এবং অভিনয় অনেক মাধ্যমেই কাজ করেছি। কাজ করতে গিয়ে জেনেছি, আমার মধ্যে বহুমুখী অভিনয় করার দক্ষতা আছে। এটা আমার পরিচালকরা বলেছেন, এটা আমার সেরা প্রাপ্তি। বড় পর্দা বা সিনেমায় কাজ করার পরিকল্পনা আছে? খুব শীঘ্রই বড় পর্দায় আসার পরিকল্পনা রয়েছে। অনেক চলচ্চিত্রের অফার আসে কিন্তু আমি করি না। কিন্তু এবার একটি চলচ্চিত্রের গল্প অনেক পছন্দ হয়েছে। চলচ্চিত্রটির জন্য দু’বার মিটিং করেছি। আর যদি চলচ্চিত্রে কাজ করি তবে সেটাই নিয়মিত করব। আপনার ভক্ত, দর্শক ও মিডিয়ার সবাই আপনাকে ভাল বলে! তখন আপনার কেমন লাগে? নিশো, দর্শক ও মিডিয়ার সবাই যখন আমাকে ভাল বলে তখন আমার অনেক ভাল লাগে। আমার কাজের সাহস যোগায়। অভিনয় দিয়ে সারাজীবন মানুষের মনে থাকতে চাই। আর যখন সিনিয়ার শিল্পীরা প্রশংসা করে তখন আরও ভাল লাগে। আপনার কোন খারাপ দিক যা দর্শক জানে না? আমি অসংখ্যা ভুলে ভরা মানুষ। কিন্তু একই ভুল বার বার করতে চাই না। যেহেতু আমি মানুষ, আমার ভুল তো থাকবেই। আমার রাতে খুব একটা ঘুম হয় না, যে কারণে অনেক সময় দেরিতে ঘুম থেকে উঠি। আমি একটু অলস প্রকৃতির মানুষ। আমি যেদিন ফ্রি থাকি সেদিন আমি আমার মতো থাকি। সংসার জীবনের খবর বলেন। নিশো, ভালবেসে বিয়ে করেছি, ১৪ বছর প্রেম করেছি। ২০১১ সাল থেকে প্রিয় মানুষটির সঙ্গে সংসার করছি। সাত বছরের সংসার জীবনে একটি ছেলে সন্তানের বাবা হতে পেরেছি। সন্তানের বয়স এখন সাড়ে তিন বছর। বাকিটাও জীবন আমরা ঝগড়া, আনন্দ, ভালবাসা করতে করতে কাটিয়ে দেব। দর্শকদের উদ্দেশ্য কিছু বলুন? নিশো, অনেক ভালবাসি ভক্তদের। আমার পজেটিভ সমালোচনা করবেন, ভুল থাকলে শোধরানোর সুযোগ দেবেন। আর অপরাধ হলে ক্ষমা করবেন।
×