ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রত্যাবাসন তালিকার ৩৭৪ জনকে নিতে রাজি মিয়ানমার

প্রকাশিত: ১৮:১২, ১৫ মার্চ ২০১৮

প্রত্যাবাসন তালিকার ৩৭৪ জনকে নিতে রাজি মিয়ানমার

অনলাইন ডেস্ক ॥ রোহিঙ্গা প্রত্যাবাসন তালিকার আট হাজার ৩২ জন রোহিঙ্গার মধ্যে ৩৭৪ জনকে ফিরিয়ে নিতে দেশটি রাজি হয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। বুধবার মিয়ানমারের রাজধানী নাইপিদোতে এক সংবাদ সম্মেলনে দেশটির কর্মকর্তারা ওই ৩৭৪ জনের রাখাইনে বসবাসের বিষয়ে নিশ্চিত হওয়ার কথা জানান। বাকিদের বিষয়ে তথ্য অসম্পূর্ণ বলে অভিযোগ করেছেন তারা। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মিন্ট থু বলেন, ফেব্রুয়ারিতে বাংলাদেশের দেওয়া ৮০৩২ জনের কাগজপত্র কর্মকর্তারা পরীক্ষা করেছেন।৮০৩২ জনের মধ্যে ৩৭৪ জনের বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। এই ৩৭৪ জনের প্রথম দফায় প্রত্যাবাসন হবে। তাদের সুবিধাজনক সময়ে তারা ফিরতে পারেন। বাকিদের বিষয়ে তিনি বলেন, অনেকের ক্ষেত্রে আঙুলের ছাপ ও ছবি যুক্ত করা হয়নি। কয়েক দশক ধরে মিয়ানমারে জাতিগত নিপীড়নের শিকার রোহিঙ্গাদের ওপর গত ২৫ অগাস্ট নতুন করে সেনাবাহিনীর দমন অভিযান শুরু হলে ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে বাংলাদেশে আসতে শুরু করে তারা। এই কয় মাসে সাত লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। আগে বিভিন্ন সময়ে আসা আরও চার লাখের মতো রোহিঙ্গার ভার বহন করছে বাংলাদেশ। এই রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য গত ২৩ নভেম্বর মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে সম্মতিপত্র সই হয়। এর ভিত্তিতে দুই দেশ যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করে এবং ১৬ জানুয়ারি ওই গ্রুপের প্রথম বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিভিন্ন বিষয় ঠিক করে ‘ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট’ স্বাক্ষরিত হয়। সংবাদ সম্মেলনে মিয়ানমারের কর্মকর্তারা দাবি করেন, রোহিঙ্গাদের ওপর গণহত্যা বা জাতিগত নিধনের কোনো ঘটনা ঘটেনি।
×