ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চালেঞ্জ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ দরকার ॥ এফবিসিসিআই

প্রকাশিত: ০২:১২, ১৫ মার্চ ২০১৮

চালেঞ্জ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ দরকার ॥ এফবিসিসিআই

অর্থনৈতিক রিপোর্টার ॥ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের অভিযাত্রায় চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিত উদ্যোগ দরকার বলে মনে করেন ব্যবসায়ী সমাজ। এক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ বাড়ানো, রপ্তানি পণ্য বহুমুখীকরণ, যুগোপযোগী শিল্পনীতি প্রণয়ন এবং করপোরেট কর কমানোসহ আরও বিভিন্ন পদক্ষেপ নেয়া জরুরি। বৃহস্পতিবার এফবিসিসিআইয়ের উদ্যোগে ‘বাংলাদেশ: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের অভিযাত্রা’ শীর্ষক অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য সচিব সুভাশিষ বোস। আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি মো শফিউল ইসলাম (মহিউদ্দিন), সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম ও পরিচালকবৃন্দ। আবুল কালাম আজাদ বলেন যে, উন্নয়নশীল দেশে উত্তরণের ক্ষেত্রে এদেশের বেসরকারি খাতের বিশেষ অবদান রয়েছে। এবছর ‘উন্নয়নশীল দেশে’ উত্তরণের ঘোষণা এলেও বাংলাদেশকে আগামি আরও ৩ বছর মনিটরিং-এর মধ্যে থাকতে হবে। তিনি বলেন, সৃষ্ট চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সরকারের পাশাপাশি দেশের বেসরকারি খাতকেও একযোগে কাজ করতে হবে। রপ্তানি খাত প্রসঙ্গে তিনি বলেন, একক পণ্য হিসেবে তৈরি পোশাক শিল্পের ওপর নির্ভর না করে ওষুধ, চামড়া এবং কৃষিভিত্তিক পণ্য অত্যন্ত সম্ভাবনাময় রপ্তানি পণ্য হতে পারে। মোঃ শফিউল ইসলাম বলেন, প্রয়োজনীয় ৩টি নির্ণায়ক সফলভাবে পূর্ণ করায় প্রথম দেশ হিসেবে বাংলাদেশের জন্য ‘উন্নয়নশীল দেশ’-এ উত্তরণ অনেক সহজ হয়েছে। দেশের বেসরকারি খাত-এ উন্নয়নের অংশিদার হতে চায় বলে এফবিসিসিআই সভাপতি উল্লেখ করেন। তবে দেশের উন্নয়নের এ পর্যায়ে মেধাস্বত্ব, ট্রিপস, জিএসপি প্লাস এবং মুক্ত বাণিজ্য চুক্তি সহ অন্যান্য যেসব চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবেলায় সরকারের প্রয়োজনীয় সহায়তা দরকার বলে মহিউদ্দিন জানান। এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিমের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনা পর্বে এফবিসিসিআই পরিচালক এবং সদস্য সংস্থাগুলোর প্রধানগণ অংশ নেন।
×