ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ॥ আগামী রবিবার দেশব্যাপী বিক্ষোভের ডাক

প্রকাশিত: ০৩:১৪, ১৫ মার্চ ২০১৮

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ॥ আগামী রবিবার দেশব্যাপী বিক্ষোভের ডাক

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ কোটাপদ্ধতি সংস্কার চেয়ে করা বিক্ষোভে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে আগামী ১৮ মার্চ রবিবার সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ‘ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে কমিটির নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ করে আহত করা এবং আন্দোলনকারীদের থানায় আটকে রাখার প্রতিবাদে কেন্দ্রীয় কমিটি আগামী ১৮ তারিখ সকাল ১০টায় ঢাকা বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করবে। ঐ দিন সারাদেশের সকল কলেজ, বিশ^বিদ্যালয় ও জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সংবাদ সম্মেলনে বুধবারের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলায় তীব্র নিন্দা জানানো হয় এবং পুলিশি হামলার পরে শিক্ষার্থীদেরকে থানায় আটকে রাখাকে ন্যাক্কারজনক হিসেবে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। বুধবার কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আন্দোলনকারীরা জনপ্রশাসন মন্ত্রণালয়কে স্মারকলিপি দিতে গেলে পুলিশ হাইকোর্ট মোড়ে তাদের ব্যারিকেট দিয়ে আটকে দেয়। সেখানে আন্দোলনকারীরা অবস্থান নিলে পুলিশ লঠিপেটা করে। পুলিশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে। পরে বিকালে আটককৃতদেরকে ছাড়াতে গেলে আরও ৫০-৫৫জনকে আটক করে। আটককৃত শিক্ষার্থীদের মুক্তির দাবিতে রাজধানী শাহবাগে পাঁচ শতাধিকেরও বেশি শিক্ষার্থী বিক্ষোভ শুরু করে। পরে রাত নটার দিকে আটককৃত ৬৩জনকে রমনা থানা পুলিশ ছেড়ে দেয়।
×