ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চালকবিহীন গাড়ি ও প্যাসেঞ্জার ড্রোন

প্রকাশিত: ০৮:৪৬, ১৬ মার্চ ২০১৮

চালকবিহীন গাড়ি ও প্যাসেঞ্জার ড্রোন

চালক ছাড়াই চলতে পারে গাড়িটি। প্যাসেঞ্জার ড্রোন হিসেবেও ব্যবহার করা যায়। গাড়িটির ছাদের ওপরে বিশাল আকারের চারটি প্রপ্রেলার জুড়ে দিলেই উড়ে পথ পারি দেবে গাড়িটি। অডি, এয়ারবাস এবং ইতালডিজাইনের তৈরি গাড়িটির দেখা মিলবে সুইজারল্যান্ডের ‘জেনেভা ইন্টারন্যাশনাল মোটরশোতে।
×