ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ছবির গল্প- আলট্রাসাউন্ড ইমেজ

প্রকাশিত: ০৮:৪৬, ১৬ মার্চ ২০১৮

ছবির গল্প- আলট্রাসাউন্ড ইমেজ

আলট্রাসাউন্ড ইমেজের মাধ্যমে জন্মের আগেই শিশুর সুস্থতা ও শারীরিক গড়নের ত্রিমাত্রিক ছবি দেখা যাবে। একটি আলট্রাসাউন্ড স্ক্যানে, উচ্চ কম্পাঙ্কের শব্দ তরঙ্গ জরায়ুর মধ্যে পেটের স্তরগুলির মধ্যে দিয়ে পাঠানো হয়। শিশুটি সেই শব্দ তরঙ্গগুলোকে আবার ফেরত পাঠিয়ে দেয়। একটি কম্পিউটার এই প্রতিধ্বনিগুলোকে একটি ছবির মধ্যে ধরে রাখে ও সেগুলোকে অনুবাদ করে। এবার আলট্রাসাউন্ড ইমেজ সঙ্গে থ্রিডি প্রিন্টারের সমন্বয়ে সরাসরি শিশুটির অবয়ব প্রিন্ট করার প্রযুক্তি তৈরি করেছে রাশিয়ার প্রতিষ্ঠান ইমব্র থ্রিডি।
×