ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফ্যাশনে সঙ্গে রাখুন

প্রকাশিত: ০৮:৫৯, ১৬ মার্চ ২০১৮

ফ্যাশনে সঙ্গে রাখুন

হাতব্যাগ সালোয়ার, টপস, শাড়ি বা পশ্চিমা যে পোশাকই হোক, সবকিছুর সঙ্গেই মেয়েদের দরকার হয় একটি ছিমছাম অথবা জমকালো হাতব্যাগের। হাতব্যাগের রয়েছে কয়েক পদ। তা হতে পারে মেয়েদের ক্লচ থেকে শুরু করে পার্স, ওয়ালেট। এখন ব্যাগের ডিজাইনে দেখা যায় রকমারিতা। সবাই পোশাকের পাশাপাশি পরিপাটি থাকতে চায় হ্যান্ড ব্যাগেও। একটু বড় আকারের ব্যাগ ইন্টারন্যাশনাল ট্রেন্ডে ইন। খুব বেশি চাকচিক্য এখন কেউই পছন্দ করে না। কিন্তু ইউনিক ফ্যাশন সবাই ফলো করতে চায়। ট্রেন্ডি ব্যাগের এমন চাহিদা দেখা যায় ফ্যাশন সচেতন মেয়েদের মধ্যে। ব্যতিক্রম কিছু ডিজাইনের মধ্যে রয়েছে আর্টফিসিয়াল লেদারের ওপর পাফ নকশার ক্লচ। শাড়ি আর বিভিন্ন পার্টি ওয়্যারের সঙ্গে পার্স থাকা চাই। সিম্পলের বাইরে পার্টিতে একটু জমকালো হতে পারে আপনার হাতের পার্স। স্টোন, ঝুমকার কাজ থাকতে পারে পার্সে। সম্পূর্ণ ভিন্ন ডিজাইনের একটি পার্স বটুয়া। এসব বটুয়া ডেকোরেশন করা কাপড়ের ওপর স্টিচ, পুঁতি, ঝুমকা দিয়ে। হাতে পরতে বালা, চুড়ি আমাদের ঐতিহ্য, বাঙালীর সংস্কৃতি এবং শৈলী। তাই ঈদ উৎসবে শাড়ি, কামিজের সঙ্গে জুড়ি নেই এমন অনুষঙ্গের। তবে চুড়ি-বালা শাড়িতেই বেশি ফুটে ওঠে। তাই কামিজ, টপস, ফতুয়ার জন্য রয়েছে বিকল্প। বৃত্তে ঘুরে পরিবর্তন এসেছে হাতে পরার ফ্যাশন অনুষঙ্গের। টপস, ফতুয়ার সঙ্গে ডিজাইন করা হয় ব্রেসলেট, হাত ঘড়ির। মেয়েদের ঘড়ি ফ্যাশন কয়েক বছর পেরিয়ে আবারও এসেছে। ড্রেসের সঙ্গে ম্যাচিং করার কথা মাথায় রেখেই করা হয় হাত ঘড়ির ফিতার ডিজাইন। আর সেক্ষেত্রে এখন চিকন, সিম্পল ডিজাইনের চল। গাউনের মতো জমকালো পার্টি ড্রেসের সঙ্গে নিতে পারেন হাতের জমকালো ব্রেসলেট। গহনা গহনা নারীর প্রতীক এবং প্রতীকী ফ্যাশন। যে কোন পোশাকের সঙ্গেই একটি মেয়ে গলায় নিয়ে নিতে পারে পোশাকে মানানসই অনুষঙ্গ। শাড়ির জন্য এন্টিক, মেটালিক, কাঠের ডিজাইন অসাধারণ লুক আনে। আবার কামিজেও মিলিয়ে নেয়া যায় এমন করে। তবে একটু ওয়েস্টার্ন ধাঁচের টপস, কামিজের সঙ্গে আসতে পারে ভিন্নতা। সেক্ষেত্রে গোল্ড, হালকা মেটালিক, ঝুমকা, পুঁতির ডিজাইন জুতসই। গলার গহনার সঙ্গে মিল করে নেয়া চাই কানের দুল। মিল না থাকলেও তা এখনের ফ্যাশনে দোষের নয়। তাই আলাদা করেও নিতে পারেন দুল। তবে তা গেটআপের সঙ্গে মানাতে হবে। জুতা ট্রেন্ডি পোশাকের সঙ্গে নেয়া চাই ট্রেন্ডি জুতা। সে ক্ষেত্রে হিলি ব্যালেরেনা, স্লিপার সোল্ডের ব্যালেরিনা মানানসই। শাড়ির সঙ্গে সেমি হাই হিল ভাল। আবার সালোয়ার-কামিজে স্লিপার, হিল নির্ভর করে পোশাকের প্যাটার্ন এবং আপনার বডি শেপের ওপরে। পালাজ্জো, ডিভাইডারের মতো ঢোলা সালোয়ারে স্লিপারই বেশি মানায় অধিকাংশ ক্ষেত্রে। তবে যারা একটু খাটো এবং হেলদি গড়নের তারা হিল নিলেও ভাল লাগবে। অন্যান্য অনুষঙ্গ নির্ভর করে সাজ এবং রুচির ওপর। এখন কম এ্যাক্সেসরিজে নজরকাড়া গেটআপই ফ্যাশন। আর টিপ বাঙালী নারীর স্টাইল। যা ফ্যাশনে মরবে না কোন দিনও। শাড়ি, কামিজ সবকিছুর সঙ্গেই মিলিয়ে নেয়া চাই টিপ। ফ্যাশন ডেস্ক
×