ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সবচেয়ে ধনী পাঁচ ‘টিনএজার’

প্রকাশিত: ০৯:০৪, ১৬ মার্চ ২০১৮

সবচেয়ে ধনী পাঁচ ‘টিনএজার’

তাদের বয়স এখনও কুড়ি হয়নি, কিন্তু সম্পত্তির দাম ছাড়িয়ে গেছে ১০ লাখ ডলার। বিশ্বের সবচেয়ে ধনী ‘টিনএজার’ বা ‘টিনস’ তারা। আসুন জেনে নেই, এমন পাঁচজন তরুণ-তরুণীর কথা। নিক ডি’আলোয়িসিয়ো ইংল্যান্ডের প্রোগ্রামার। লন্ডনে জন্ম ১৯৯৫ সালের এক নবেম্বর, সুতরাং বয়স এখনও ২০ বছরও হয়নি। এ বয়সেই তাঁর রয়েছে মোট ৩০ মিলিয়ন ডলার মূল্যমানের সম্পত্তি। ঘরে বসে নিক তৈরি করেছিলেন ‘সামলি’ নামের এক ‘এ্যাপ’। তা চড়াদামে কিনে নেয় ইয়াহু। ২০১৪ সালে ‘এ্যাপল ডিজাইন এ্যাওয়ার্ড’-ও জিতেছেন নিক ডি’আলোয়িসিয়ো। এ্যাবিগেইল ব্রেসলিন যুক্তরাষ্ট্রের অভিনেত্রী। জন্ম নিউইয়র্কে, ১৯৯৬ সালের ১৪ এপ্রিল। অভিনয়ের সূত্রেই খুব কম বয়সে তারকাখ্যাতি অর্জন এবং অর্থ উপার্জন শুরু। মাত্র ৬ বছর বয়সে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন ব্রেসলিন। বয়স ১৯ হতে এখনও কয়েকদিন বাকি, কিন্তু এরই মাঝে ১২ মিলিয়ন ডলারের সম্পত্তির মালিক হয়ে গেছেন ‘জম্বিল্যান্ড’ এবং ‘দ্য কল’ চলচ্চিত্রের জন্য তারকাখ্যাতি পাওয়া হলিউডের এই অভিনেত্রী। এলে ফ্যানিং তাঁর জন্ম ১৯৯৮ সালের ৯ এপ্রিল, যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে। তিনিও অভিনেত্রী। অভিনয় সূত্রে ৫ মিলিয়ন ডলারের সম্পত্তির মালিক হয়ে সবচেয়ে ধনী টিনএজারদের তালিকায় নিজের বোন ডাকোটা ফ্যানিংকে পেছনে ফেলেছেন তিনি। এ্যাঞ্জেলিনা জোলি অভিনীত ‘মেলফিসেন্ট’ আর কমেডি মুভি ‘ড্যাডি ডে’ দেখলেই বুঝতে পারবেন এলে ফ্যানিং অভিনেত্রী হিসেবে কেমন।
×