ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ দেশে ফিরছেন আরো তিন জন

প্রকাশিত: ১৮:২১, ১৬ মার্চ ২০১৮

আজ দেশে ফিরছেন আরো তিন জন

অনলাইন ডেস্ক ॥ নেপালে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় বেঁচে যাওয়া আরো তিন যাত্রীকে চিকিৎসার জন্য আজ দেশে আনা হচ্ছে। ওই তিন যাত্রী হলেন, মেহেদী হাসান, আলমুন নাহার এ্যনি, সৈয়দা কামরুন্নাহার স্বর্ণা। পরে তাদের রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হবে। আজ শুক্রবার বিকেল সোয়া ৩টায় একটি বিশেষ বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ইউএস এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম। গতকাল বিকেলে ইয়াকুব আলী নামে আহত এক যাত্রীকে কাঠমান্ডু থেকে দিল্লীতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এর আগে গতকাল শাহরিন আহমেদকে দেশে এনে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য, গত সোমবার ৭১ জন আরোহী নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-২১১। কিন্তু দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় পতিত হয় বিমানটি। এতে ৫১ জন যাত্রীর প্রাণহানি ঘটে। বাকিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতলে ভর্তি করা হয়েছে।
×