ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজকের সন্ধ্যার খেলায় মনস্তাত্ত্বিক ভাবে এগিয়ে বাংলাদেশ

প্রকাশিত: ২১:৪৯, ১৬ মার্চ ২০১৮

আজকের সন্ধ্যার খেলায় মনস্তাত্ত্বিক ভাবে এগিয়ে বাংলাদেশ

অনলাইন রিপোর্টার ॥ আজ জিতলেই বাংলাদেশ বা শ্রীলঙ্কা যে কোন দল নিদাহাস ট্রফিতে ১৮ তারিখ রবিবার ভারতের সঙ্গে ফাইনাল খেলবে। তবে পরিসংখ্যান বলছে বাংলাদেশের অবস্থান অনেক ভালো। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২১৪ রান তাড়া করে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। সাকিব খেললেও আজকের বিগ ম্যাচে আরও একটি চমক থাকতে পারে প্রতিপক্ষের কোচ চন্ডিকা হাথুরুসিংহের জন্য। পেসার আবু হায়দার রনির জায়গায় পেস অলরাউন্ডার আরিফুলকে দেখা যেতে পারে। তবে ম্যাচের আগে কৌশলগত কারণেই অন্দরের খবর বাইরে বের করা হচ্ছে না। কেননা, এই ম্যাচ যে শুধুই একটি ‘ম্যাচ’ নয়। লংকার সঙ্গে একটা মনস্তাত্ত্বিক খেলাও বটে। সেই খেলায় যে বেশ আটঘাট বেঁধে নেমেছে বাংলাদেশ, সেটা বুঝতে পারছেন লংকান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। এর আগে এই স্টেডিয়ামে টানা দুই ম্যাচে শ্রীলংকাকে হারিয়েছে বাংলাদেশ।
×