ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব’ উদ্বোধন

প্রকাশিত: ২১:৫৫, ১৬ মার্চ ২০১৮

‘ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব’ উদ্বোধন

স্টাফ রিপোর্টার \ ‘ছায়ানটকে নিজের প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে এগিয়ে নিয়ে গেছেন ওয়াহিদুল হক। আমাদের দেশে নবান্ন উৎসবের তিনিই প্রতিষ্ঠাতা। তার সম্পর্কে কিছু বলতে গিয়ে আমি আবেগাপ্লুত হয়ে পড়ছি। কারণ, ওনার মতো যারা এদেশের প্রগতিশীল সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন, এমন মনের মানুষের আমাদের দেশে এখনও পর্যন্ত মূল্যায়ন হয়নি। মানুষ তৈরীর জন্য যারা জীবন শেষ করেছেন, তাদের মধ্যে একজন ওয়াহিদুল হক’- ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব’ উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন সংস্কৃতিজন কামাল লোহানী। লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সঙ্গীতজ্ঞ ওয়াহিদুল হকের জন্মদিনকে ঘিরে শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন কণ্ঠশীলন। শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং সুরতীর্থ’র শিল্পীদের কণ্ঠে জাতীয় সঙ্গীত ও উদ্বোধনী সঙ্গীতের মধ্যদিয়ে শুরু হয় উৎসব। ঢাকের বাদ্যের সঙ্গে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন তামান্না রহমান ও তার দল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। বিশেষ অতিথি ছিলেন নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমান, শব্দসৈনিক আশরাফুল আলম ও কবি তারিক সুজাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম সারোয়ার। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের অধ্যক্ষ মীর বরকত। উদ্বোধনী আলোচনার পর ছিল শোভাযাত্রা। বর্ণাঢ্য এ শোভাযাত্রাটি পাবলিক লাইব্রেরি থেকে বের হয়ে টিএসসি থেকে আবার লাইব্রেরি চত্বরে এসে শেষ হয়। উৎসবের শেষ দিন আগামীকাল শনিবার অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টায়। এদিন গান, আবৃত্তি, নৃত্য ও অভিজ্ঞান পত্র বিতরণের পাশাপাশি থাকবে শুভেচ্ছা বক্তব্য প্রদান। শুরুতে দলীয় সঙ্গীত পরিবেশন করবে কণ্ঠশীলনের শিল্পীরা। একক আবৃত্তি করবেন রইস উল ইসলাম, মোস্তফা কামাল, বিলকিস আহমদ প্রমুখ। সঙ্গীত পরিবেশন করবে খেলাঘর ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। অভিজ্ঞানপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গবেষক মফিদুল হক। তক্ষশীলার শিল্পীদের পরিবেশনায় থাকবে দলীয় নৃত্য। শুভেচ্ছা বক্তব্য রাখবেন এভারেস্ট বিজয়ী এম এ মুহিত, অভিনেতা গাজী রাকায়েত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ প্রমুখ। মঞ্চায়ন হবে কণ্ঠশীল প্রযোজনা ‘মহীয়সী রোকেয়া’। নাটকটি গ্রন্থনা ও নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। ‘কমলা সুন্দরী’ পালা গান পরিবেশন করবে খোকন বয়াতি। সবশেষে থাকবে বঙ্গবন্ধুর উপর জারিগান।
×