ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

প্রকাশিত: ২৩:৩১, ১৬ মার্চ ২০১৮

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ “বঙ্গবন্ধুর জন্মদিন : রঙ ছড়ানো আলো লাল-সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে আজ শুক্রবার ঠাকুরগাঁওয়ে শিশুদের চিত্রাংকন ও রচনা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা শিশু একাডেমী কার্যালয়ে আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিনটি বিভাগে শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়। এসময় তারা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ে ছবি ও রচনা লেখে। সেখানে উপস্থিত ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, শিক্ষক জালাল উদ-দিন, কালচারাল অফিসার জাকির হোসেন, আর কে স্টেট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম স্বপনসহ অন্যান্য চিত্রশিল্পীগন। এ ছাড়া দিবসটি পালন উপলক্ষ্যে শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, শোভাযাত্র, আলোচনাসভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মসজিদ-মন্দিরে মোনাজাত ও প্রার্থনা, এতিমখানায় বিশেষ খাবার পরিবেশন এবং বঙ্গবন্ধুর জীবন-আদর্শ নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে।
×