ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশালে উন্নয়ন থেকে বঞ্চিত বঙ্গবন্ধু জামে মসজিদ

প্রকাশিত: ২৩:৪৩, ১৬ মার্চ ২০১৮

বরিশালে উন্নয়ন থেকে বঞ্চিত বঙ্গবন্ধু জামে মসজিদ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ৪৪ বছর পূর্বে জেলার বাবুগঞ্জ উপজেলার চরউত্তর ভূতেরদিয়া গ্রামের মেয়ে জামাতা জয়নুল আবেদীন হাওলাদারের বাড়িতে বেড়াতে এসে এলাকার ধর্মপ্রাণ মুসুল্লীদের ইবাদতের সুবিধার্থে স্ব-উদ্যোগে নির্মান করা হয়েছিলো “বঙ্গবন্ধু জামে মসজিদ”। এ মহতি উদ্যোগটি গ্রহণ করেছিলেন জাতির পিতার আপন চাচাতো বোন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মৃত ইছার উদ্দিন শেখের কন্যা শেখ জবুরুন্নেছা। প্রথমে মসজিদটি বাঁশ ও টিন দিয়ে নির্মান করা হয়েছিল। বঙ্গবন্ধুর চাচাতো বোনের কন্যা শেখ ফাতেমা বেগমের শেষ ইচ্ছে ছিলো তার মা শেখ জবুরুন্নেছার স্বপ্ন ‘বঙ্গবন্ধু জামে মসজিদ’-টি একসময় এতদাঞ্চলের নয়নাভিরাম জামে মসজিদ হবে। কিন্তু শেখ ফাতেমা বেগমের অকাল মৃত্যুতে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত হয় বঙ্গবন্ধুর নামের এ জামে মসজিদ। দীর্ঘদিন জীর্ণ অবস্থায় থাকার পর এ জামে মসজিদটি একান্ত প্রচেষ্ঠায় গত তিন বছর পূর্বে ইট দিয়ে সংস্কার করা হলেও আর্থিক সংকটের কারনে আজও প্লাস্টার কিংবা উন্নয়নের কোন ছোয়া লাগাতে পারেননি মরহুমা শেখ ফাতেমা বেগমের দেবর মৃত আব্দুর জব্বার হাওলাদারের পুত্র বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রহমান। তিনি (আব্দুর রহমান) জানান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রনে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালনায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় বঙ্গবন্ধু জামে মসজিদে প্রতিদিন সকালে এলাকার কোমলমতি শিশুদের আরবী ও সহজ কুরআন শিক্ষা দেয়া হয় (যাহার কোড নং ৫০৩)। এছাড়াও এলাকার ধর্মপ্রাণ মুসুল্লীরা বঙ্গবন্ধু জামে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। স্থানীয় মুসুল্লীরা জানান, স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপন চাচাতো বোন শেখ জবুরুন্নেছা ১৯৭৪ সালের প্রথমার্ধে তার মেয়ে শেখ ফাতেমা বেগমের শ্বশুর বাড়ি চরউত্তর ভূতেরদিয়া গ্রামে বেড়াতে আসেন। ওইসময় এলাকায় কোন মসজিদ না থাকার বিষয়টি তাকে (শেখ জবুরুন্নেছা) ভাবিয়ে তোলে। পরবর্তীতে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদতের সুবিধার্থে স্ব-উদ্যোগে ও নিজ খরচে চাচাতো ভাই শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে অজোপাড়া গায়ের চরউত্তর ভূতেরদিয়া গ্রামে “বঙ্গবন্ধু জামে মসজিদ” নামের এ মসজিদটি প্রতিষ্ঠা করেন। স্থানীয় মুসুল্লীরা বঙ্গবন্ধু জামে মসজিদটির উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
×