ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে শেষ হয়েছে ২ দিন ব্যাপি পরিবার পরিকল্পনা মেলা

প্রকাশিত: ০০:১১, ১৬ মার্চ ২০১৮

ঝালকাঠিতে শেষ হয়েছে ২ দিন ব্যাপি পরিবার পরিকল্পনা মেলা

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠির শিশু পার্কে ৩ দিন ব্যাপি পরিবার পরিকল্পনার মেলার শেষ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মো: হামিদুল হক প্রধান অতিথি ছিলেন। সরকার বিভাগের উপ-পরিচালক মো: দেলোয়ার হোসেন মাতুব্বরের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে সভায়, পরিবার অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ের সহকারী পরিচালক পিযুষ কান্তি দত্ত, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে জেলা পরিবার পরিকল্প বিভাগের উপ পরিচালক ফেরদৌসি বেগম স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র ছাত্রী ও দম্পতি এবং স্টলের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়। গত মঙ্গলবার বিকেলে শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এম.পি এই মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেছেন। মেলায় ২০টি স্টলে শিক্ষা, পরিবার পরিকল্পনা স্বাস্থ্য সমবায়, মহিলা অধিদপ্তর, যুব উন্নয়ন সহ বিভিন্ন এনজিওর স্টলগুলিতে পরিবার পরিকল্পনা বিষয়ক তথ্য উপস্থাপন করা হচ্ছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৪র্থ জনস্বার্থ, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির আওতায় ইনফরমেশন, এডুকেশন এন্ড কমিউনিকেশন (আইইসি) অপারেশনাল প্লানের অধীনে চলতি অর্থ বছরে দেশের ৬৪টি “পরিবার পরিকল্পনা মেল” আয়োজনের কার্যক্রম গ্রহণ করেছেন। মেলার প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে “পরিকল্পিত পরিবারে গড়বো দেশ, উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদশে”। দেশের সকল মানুষের নিকট পরিবার পরিকল্পনা, মা-শিশুস্বস্থ্য, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক বার্তা পৌছে দেয়া এই মেলার প্রধান উদ্দেশ্য।
×