ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মান্দায় যুবকের মরদেহ উদ্ধার॥ মৃত্যু নিয়ে ধ্রুমজাল

প্রকাশিত: ০০:২৮, ১৬ মার্চ ২০১৮

মান্দায় যুবকের মরদেহ উদ্ধার॥ মৃত্যু নিয়ে ধ্রুমজাল

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর মান্দায় আলী হাসান (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নীলকুঠি মোড়ের অদুরে বৌমারী বিলের নির্জন এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত আলী হাসান রাজশাহীর মোহনপুর উপজেলার কাজী ভাতুড়িয়া গ্রামের আব্দুর রশিদ প্রামানিকের বড় ছেলে। এদিকে উদ্ধার হওয়া লাশ নিয়ে স্থানীয়দের মাঝে ধ্রুমজালের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, বাড়ি থেকে অন্তত ৪০ কিলোমিটার দুরে বৌমারী বিলের নির্জন এলাকায় এসে আত্মহত্যার বিষয় নিয়ে। হদিস পাওয়া যায়নি তার ব্যবহৃত ওয়াল্টন অ্যান্ড্রয়েট মোবাইলফোনটির। নিহতের ভাই আব্দুল কাদের জানায়, নিহত আলী হাসান রাজশাহী কলেজ থেকে ২০১৫ সালে ইতিহাস বিষয়ে মাষ্টার্স পাস করে। চাকরি না হওয়ায় বাড়িতে থেকে সংসার দেখাশুনা করছিলেন। প্রতিদিন বিকেলে মোহনপুর বাজারে এসে সন্ধ্যার পরপরই বাড়ি ফিরতেন। একইভাবে বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যান। ওইদিন রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ছিলেন। তার ব্যবহৃত মোবাইলফোনটিও বন্ধ পাওয়া যায়। নিহতের মামা কাজেম মোল্লা জানান, শুক্রবার সকালে মান্দা থানা পুলিশের সংবাদে আলী হাসানের মৃত্যুর বিষয়ে তারা জানতে পারেন। পরে থানায় এসে ভাগ্নে আলী হাসানের লাশটি সনাক্ত করা হয়। মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের ওয়ার্ড সদস্য ওয়াজেদ আলী মন্ডল জানান, নিহত আলী হাসান অত্যন্ত মার্জিত স্বভাবের ছেলে ছিল। এত দুরে গিয়ে সে কেন আত্মহত্যা করেছে এটি তার বোধগম্য নয়। প্রকৃতই আলী হাসান আত্মহত্যা করেছে না পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মান্দা থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান জানান, ম্যানিব্যাগে পাওয়া জাতীয় পরিচয়পত্রের সুত্র ধরে আলী হাসানের পরিচয় সনাক্ত ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিক তদন্তে এটা আত্মহত্যা বলেই ধারণা করছেন তিনি।
×