ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাঁশখালীর সাধনপুরের ১১ হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রকাশিত: ০০:২৮, ১৬ মার্চ ২০১৮

বাঁশখালীর সাধনপুরের ১১ হত্যা মামলার আসামি গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের শীলপাড়ায় ২০০৩ সালের ১৮ নবেম্বর নৃসংশভাবে আগুনে পুঁড়িয়ে ১১ জনকে হত্যার ঘটনায় অভিযুক্ত আসামি জসীম উদ্দিন (৩৮) কে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে গ্রামবাসী। আজ শুক্রবার সকালে তাকে আটক করে পুলিশ। সে খানখানাবাদ ইউনিয়নের ডোংরা গ্রামের আবদুস শুক্কুরের পুত্র। জানা যায়, দেশের আলোচিত ১১ হত্যা মামলার আসামী জসীম উদ্দিন দীর্ঘদিন পলাতক থাকার পর এলাকায় আসার খবর পেয়ে জনতা তাকে ধাওয়া করে। পরবর্তীতে বাহারছড়া পুলিশ ফাঁড়ির পুলিশসহ তাকে আটক করতে সক্ষম হয়। এ সময় জনতা তাকে গণপিটুনী দেয়। পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার বাঁশখালী হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে থানা হেফাজতে নিয়ে যায়। এ ব্যাপারে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ১১ হত্যা মামলার অন্যতম আসামী জসীম উদ্দিনকে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।
×