ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ২০

প্রকাশিত: ০০:৩১, ১৬ মার্চ ২০১৮

সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ২০

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাতনামা ২ বাসযাত্রী নিহত হয়েছে। অজ্ঞাতনামা নিহত যাত্রীদের বয়স আনুমানিক ত্রিশউদ্ধে। একই ঘটনায় আহত হয়েছে আরো ২০ জন। আজ শুক্রবার ভোরে উপজেলার বাঁশবাড়ীয়া মগপুকুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। জানা যায়,ঢাকা থেকে কক্সবাজারের উদ্দ্যোশে ছেড়ে আসা এয়ার-৭১ যাত্রীবাহি বাস সীতাকু- উপজেলার মগপুকুর মহাসড়ক এলাকা অতিক্রমকালে চট্টগ্রামমুখি একটি কভার্ডভ্যানের পিছনে বাসটি সজোরে ধাক্কা দেয়। ঘটনার পর যাত্রীবাহি দূমড়ে-মূচড়ে গিয়ে ২২ যাত্রী আহত হয়। আহতবস্থায় উপজেলার কুমিরা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে যাত্রীদের উদ্ধার করে। উদ্ধার অবস্থায় ঘটনাস্থলে ২ যাত্রী মারা যায়। বাকি আহত যাত্রীদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন এবং আশংকাজনকদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহত ২ যাত্রী এখনো পরিচয় পাওয়া যায়নি। সীতাকুণ্ডের কুমিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.মাসুদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘আমরা দূর্ঘটনা ঘটার সাথে সাথে ঘটনাস্থলে আসি ও নিহত ২ জনের লাশ উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরন করি এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে চমেক হাসপাতালে প্রেরণ করি।’
×