ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিউরো এন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত অভিনেতা ইরফান

প্রকাশিত: ০১:১৬, ১৬ মার্চ ২০১৮

নিউরো এন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত অভিনেতা ইরফান

অনলাইন ডেস্ক ॥ তিনি যে বিরল রোগে আক্রান্ত সোশ্যাল মিডিয়ায় সে কথা আগেই জানিয়েছিলেন অভিনেতা ইরফান খান। তখন থেকেই শুরু হয়েছিল জল্পনা। এ বার স্পষ্ট জানালেন, নিউরো এন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত তিনি। ইরফান টুইট করেছেন, ‘হঠাত্ করে ঘটা কোনও ঘটনা আমাদের বড় করে দেয়। গত কয়েক দিন ধরে ঠিক এটাই হচ্ছে। আমার নিউরো এন্ডোক্রাইন টিউমার ধরা পড়েছে। আমার চারপাশে যত শক্তি এবং ভালবাসা দেখতে পাচ্ছি, তাতে আশার আলো দেখছি। চিকিত্সার জন্য বিদেশ যাচ্ছি। আমি সকলকে অনুরোধ করব, শুভেচ্ছা পাঠাবেন। নিউরো কিন্তু সবসময় ব্রেন সংক্রান্ত বিষয় নয়। রিসার্চের জন্য গুগল করাটা সবচেয়ে সুবিধের। যাঁরা আমার কথার জন্য অপেক্ষা করে থাকেন, তাঁদের বলব, আমি আশা করছি অনেক গল্প নিয়ে ফিরে আসব।” গত ৫ মার্চ নিজেই টুইটারে ‘বিরল রোগ’- এর কথা উল্লেখ করে একটি পোস্ট করেছিলেন ইরফান খান। টুইটে স্পষ্ট আবেদন করেছিলেন, তাঁর অসুস্থতা নিয়ে কোনও প্রকার জল্পনা না করার। আগামী ক’দিনের মধ্যে নিজেই সবটা জানাবেন বলে লিখেছিলেন অভিনেতা। এর পরে ইরফানের অসুস্থতা নিয়ে ওয়েব মাধ্যমেই মুখ খুলেছিলেন তাঁর স্ত্রী সুতপা শিকদার। তিনি লেখেন, ‘আমার প্রিয় বন্ধু এবং স্বামী এক জন যোদ্ধা, যিনি জীবনের সমস্ত প্রতিবন্ধকতাকে এত দিন সাহসের সঙ্গে অতিক্রম করে এসেছেন।... আমার স্বামীর প্রতি আপনাদের এত ভালবাসার জন্য আমি চিরঋণী। শুধু একটাই অনুরোধ, ওঁর মঙ্গল কামনা করুন।’ চিকিত্সার কারণেই আপাতত দেশের বাইরে যাচ্ছেন ইরফান। বন্ধ রাখছেন শুটিংও। চিন্তার পাশাপাশি ইরফানের জন্য শুভকামনাও জানাচ্ছেন তাঁর ভক্তরা। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×