ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মালিতে নিহত সেনা সদস্যের লাশ মাগুরার বাড়িতে দাফন

প্রকাশিত: ০১:২৪, ১৬ মার্চ ২০১৮

মালিতে নিহত সেনা সদস্যের লাশ মাগুরার বাড়িতে দাফন

নিজস্ব সংবাদদাতা , মাগুরা ॥ মালিতে নিহত সেনা সদস্য ল্যান্স কর্পোরাল আক্তার হোসেনকে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বরালীদহ গ্রামে আজ শুক্রবার দুপুরে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে । তার মৃতদেহ গ্রামে আনা হলে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন । আখতারের মৃত্যুতে পরিবারের সবাই শোকে পাথর । গ্রামের মসজিদের সামনে দুপুর ২টায় নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় । সেনাবাহিনীর পক্ষথেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় । গার্ড অফ অনার প্রদান করা হয় । এসময় সেনা কর্মকর্তা , সেনা সদস্য , স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ বিপুল সংখ্যক গ্রামবাসী উপস্থিত ছিলেন। মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বরালীদহ গ্রামের তালেব মোল্লা ও হাসিনা বেগমের দ্ইু ছেলের মধ্যে বড় ছেলে সেনা বাহিনীর ল্যান্স কর্পোরাল আখতার হোসেন মোল্লা । আখতার হোসেন বিবাহিত । তার স্ত্রী রানু বেগম দুই মেয়ে রিমি ও জান্নাতুল মাওয়া । বড়মেয়ে রিমি (১৬) এবছর নাকোল রাইচরন হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে । ছোট মেয়ে জান্নাতুল মাওয়ার বয়স ৭বছর । আখতারের মৃত্যুর খবরে পরিবারের সবাই শোকে পাথর । আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা সাত্বনা দিচ্ছেন । সেনাা বাহিনীর ল্যান্স কর্পোরাল আখতার হোসেন মোল্লা জাতীসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসাবে দশমাস আগে মালেতে গিয়েছিলেন । দুইমাস পরে তার দেশে ফেরার কথা ছিল । দেশে ফিরেছেন তবে লাশ হয়ে।
×