ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আওয়ামীলীগ কথায় নয় কাজে বিশ্বাসী ॥ হাসানাত

প্রকাশিত: ০১:৫৯, ১৬ মার্চ ২০১৮

আওয়ামীলীগ কথায় নয় কাজে বিশ্বাসী ॥ হাসানাত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দক্ষিণবঙ্গ হবে এশিয়া মহাদেশের দ্বিতীয় সিঙ্গাপুর। চার লেনের মহাসড়ক, সেতু, গ্যাস আর বিদ্যুৎ দিয়ে বরিশালকে ঢেলে সাজানো হবে। আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথায় নয়; কাজে বিশ্বাস করে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ তার জ্বলন্ত উদাহরণ। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আবুল হাসানাত আব্দুল্লাহ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান করেন। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক হিসেবে মন্ত্রীর পদমর্যাদা লাভ করায় বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহকে শুক্রবার বিকেলে তার নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ এবং তার সকল সহযোগী সংগঠনের উদ্যোগে গণসংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসানাত আব্দুল্লাহ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত দেশে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে মধ্যমআয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ। আমাদের উন্নয়নের প্রতিফলন দেখে আজ বিশ্ববাসী বলছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশালসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য সুদৃষ্টি রয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারলে এ অঞ্চলের সার্বিক চিত্র পাল্টে যাবে। আগামীতে এই বরিশাল হবে আধুনিক সিঙ্গাপুর শহর। আওয়ামীলীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে সামনের সময়গুলোতে তৃণমূল পর্যায়ের প্রতিটি মানুষের কাছে গিয়ে নৌকা প্রতিকে ভোট চাওয়ার জন্য দলীয় নেতাকর্মীর প্রতি আহবান জানিয়ে আবুল হাসানাত আব্দুল্লাহ আরও বলেন, ভোলা থেকে গ্যাস আনার জন্য পাইপ লাইনের কাজ সম্পন্ন করাসহ বরিশালে আন্তর্জাতিক স্টেডিয়াম, চারলেন সড়কের কাজ দ্রুত শেষ করার জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। জনসভার শুরুতে দুই উপজেলার দলীয় নেতাকর্মী থেকে শুরু করে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের নেতৃবৃন্দরা পূর্নমন্ত্রীর পদমর্যাদা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবুল হাসানাত আব্দুল্লাহকে গণসংবর্ধনা প্রদান করেন। গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের প্যানেল স্পীকার এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি, বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল। বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য ও গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, আগৈলঝাড়া উপজেলার চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান প্রমুখ। গণসংবর্ধনা ও জনসভায় দুই উপজেলার কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
×