ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে পূজা উদ্যাপন পরিষদের সম্মেলনস্থলে শর্টসার্কিটে আতঙ্ক, পদদলিত হয়ে আহত ১০

প্রকাশিত: ০২:১৭, ১৬ মার্চ ২০১৮

বাগেরহাটে পূজা উদ্যাপন পরিষদের সম্মেলনস্থলে শর্টসার্কিটে আতঙ্ক, পদদলিত হয়ে আহত ১০

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন চলাকালে সন্মেলন স্থলে বৈদ্যুৎতিক শটসার্কিটে স্ফুলিঙ্গের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়লে হুড়াহুড়ির সময় পদদলিত হয়ে নারী-পুরুষসহ ১০ জন আহত হয়েছেন। শুক্রবার শহরের কেন্দ্রীয় শালতলা হরিসভা মন্দিরে এ সম্মেলনের শেষ মূহুর্তে বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। তখন প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বক্তব্য রাখছিলেন। আকস্কিক বৈদ্যিতিক স্ফুলিঙ্গ ও ধোঁয়ায় উপস্থিত অতিথিবৃন্দসহ জনতার মধ্যে আতংক দেখা দেয়। তখন মন্দির থেকে হুড়াহুড়ি করে বের হতে গেলে পদাদলিতের ঘটনা ঘটে। তাৎক্ষনিক আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, মিতালী রায় (২২), শিল্পা মজুমদার (৩৫), রবি দাস (৫০), কল্পনা মজুমদার (৪০), অঞ্জনা বিশ^াস (৮০), বকুল মন্ডল (৬০), সুমতি মন্ডল (৫০), উমা ঘরামি (৪৫), অঞ্জনা বসু (৫০), যুথি মল্লিক (১১)। এসময় আরটিভির জেলা প্রতিনিধি এসএম সামছুর রহমানও আহত হন। এ বিষয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সরদার মাসুদ বলেন, পূজা উদযাপন পরিষদের সম্মেলনে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়েছিল। তবে বড় ধরণের কোন ক্ষয়-ক্ষতি হয়নি। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মো: ইমরান জানান, চিৎকিসাধিন সকলে শঙ্কামুক্ত। এ বিষয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায় বলেন, পূজা উদযাপন পরিষদের সম্মেলনকে ঘিরে শালতলা হরিসভা মন্দিরে অনুষ্ঠান চলাকালে ভুলবশত জনৈক ব্যক্তি বিদ্যুতের তারের সাথে ধাক্কা দিলে সর্টসার্কিটের ঘটনা ঘটে। এসময় আতংক দেখা দিলে মন্দির থেকে বের হতে গিয়ে পদাদলিত হয়ে কয়েকজন আহত হন। পরে স্বাভাবিকভাবে সন্মেলন শেহ হয়েছে।
×