ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ক্যাম্পে হাতুড়ি দিয়ে ফের রোহিঙ্গাকে হত্যা

প্রকাশিত: ০২:১৯, ১৬ মার্চ ২০১৮

ক্যাম্পে হাতুড়ি দিয়ে ফের রোহিঙ্গাকে হত্যা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মিয়ানমারে ফিরে যাওয়া না যাওয়ার বিষয়কে কেন্দ্র করে টেকনাফ ও উখিয়ায় ১২টি অস্থায়ী আশ্রয় শিবিরে সংঘাতে জড়াচ্ছে রোহিঙ্গারা। কেউ কেউ ফিরে যেতে রাজি হলেও প্রত্যাবাসন বিরোধী সন্ত্রাসী রোহিঙ্গারা তাদের খুঁজে বের করে নির্যাতন এমনকি হত্যা করে চলছে। উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে প্রত্যাবাসনে ইচ্ছুক হাকিম আলী নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসী রোহিঙ্গারা। নিহত রোহিঙ্গা যুবক নুর মোহাম্মদের পুত্র। শুক্রবার ভোরে কুতুপালং ক্যাম্পের ডি ৪ ব¬কে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকায় ওই ব¬কের মাঝি শামসুল আলমকে আটক করেছে পুলিশ। সন্ত্রাসী রোহিঙ্গাদের কারণে ইচ্ছে থাকলেও কিছু কিছু রোহিঙ্গা নিজ দেশে ফেরত যেতে সাহস করে বলতে পারছেনা বলে জানা গেছে। রোহিঙ্গারা জানায়, সন্ত্রাসী রোহিঙ্গা মো: রফিক ও তার বাহিনীর সঙ্গে স্বদেশে ফিরে যাওয়া না যাওয়ার বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। হাকিম আলী বৃহস্পতিবার রাতে স্বাভাবিক ভাবে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে সন্ত্রাসী রোহিঙ্গারা ওই কক্ষে এসে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাকিমকে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। প্রতিবেশী রোহিঙ্গারা উদ্ধার করে দ্রুত কুতুপালং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
×