ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ০২:৩৫, ১৬ মার্চ ২০১৮

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক ॥ ত্রিদেশীয় সিরিজে ফাইনালে উঠার লড়াইয়ে নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। এই ম্যাচে বাংলাদেশ দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। মাহমুদউল্লাহ রিয়াদের বদলে তিনিই আজ টস করেছেন। বাংলাদেশ দলে পরিবর্তন একটি। চোট কাটিয়ে ফিরেছেন সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে জায়গা দিতে বাদ পড়েছেন পেসার আবু হায়দার। প্রথমবারের মতো টুর্নামেন্টে তিন স্পিনার, দুই পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। শ্রীলঙ্কা নেমেছে একাদশে দুই পরিবর্তন নিয়ে। দলে ঢুকেছেন ইসুরু আদানা আর আমিলা আপোনসো। তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন দুষ্মন্ত চামিরা আর সুরাঙ্গা লাকমল। চলতি নিদাহাস ট্রফিতে বাংলাদেশ আর শ্রীলঙ্কা দুই দলই একে অপরের কাছে হেরেছে। মুখোমুখিতে একটি করে জয় ও হার দুই দলের নামের পাশেই। আজকের ম্যাচটি দুই দলের অঘোষিত সেমিফাইনাল। যে দল জিতবে, সেই দল নিদাহাস ট্রফির ফাইনাল খেলবে ভারতের বিপক্ষে। আর হেরে যাওয়া দল বিদায় নেবে। বাংলাদেশ দল: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ।
×