ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউভেন্তুসের মুখোমুখি রিয়াল, বার্সার প্রতিপক্ষ রোমা

প্রকাশিত: ০৩:০১, ১৬ মার্চ ২০১৮

ইউভেন্তুসের মুখোমুখি রিয়াল, বার্সার প্রতিপক্ষ রোমা

অনলাইন ডেস্ক ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালেও কঠিন প্রতিপক্ষ পেয়েছে রিয়াল মাদ্রিদ। গতবারের রানার্সআপ ইউভেন্তুসের বিপক্ষে খেলবে টানা দুবারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে, তুলনামুলক সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা; ইতালির আরেক ক্লাব রোমার বিপক্ষে খেলবে এরনেস্তো ভালভেরদের দল। শুক্রবার সুইজারল্যান্ডের নিওঁতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। শেষ আটের অন্য দুই ম্যাচে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ-সেভিয়া ও লিভারপুল-ম্যানচেস্টার সিটি। প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয়বার শিরোপা জয়ের হাতছানিতে থাকা রিয়াল টানা দ্বিতীয়বারের মতো ইউভেন্তুসের মুখোমুখি হতে যাচ্ছে। গতবার কার্ডিফের ফাইনালে ইতালির ক্লাবটিকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছিল জিদানের শিষ্যরা। গত তিন বারের মধ্যে দুবার ফাইনালে ওঠা ইউভেন্তুস প্রতিবারই ফেরে খালি হাতে। আর দুবারই তাদের হতাশা উপহার দেয় স্প্যানিশ ক্লাব। ২০১৪-১৫ মৌসুমে ফাইনালে বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরেছিল মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। এবার শেষ ষোলোতে শক্তিশালী ফরাসি ক্লাব পিএসজিকে দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে হারায় রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন রিয়াল। আর ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারকে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে দুবারের চ্যাম্পিয়ন ইউভেন্তুস। ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় এর আগে ১৯ বার দেখা হয়েছে দল দুটির। ৯ বার জিতেছে রিয়াল, ৮ বার ইউভেন্তুস; দুটি ম্যাচ হয়েছে ড্র। ২০০৭-০৮ মৌসুমের পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে ওঠা রোমার বিপক্ষে পাঁচবারের ইউরোপ চ্যাম্পিয়ন বার্সেলোনার সাম্প্রতিক ইতিহাস দারুণ। সবশেষ ২০১৫-১৬ মৌসুমের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল তারা। সেবার প্রতিপক্ষের মাঠে ১-১ ড্র করার পর কাম্প নউয়ে রোমের ক্লাবটিকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল কাতালান ক্লাবটি। ইংলিশ ক্লাব চেলসিকে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে বার্সেলোনা। আর ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্ককে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় রোমা। বার্সেলোনার মতো সমান পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা বায়ার্ন এবারই প্রথমবারের মতো ইউরোপীয় প্রতিযোগিতায় সেভিয়ার বিপক্ষে খেলবে। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে সেভিয়া এবং তুরস্কের বেসিকতাসকে হারিয়ে জার্মানির সফলতম ক্লাব বায়ার্ন কোয়ার্টার-ফাইনালে ওঠে। সেমি-ফাইনালে ওঠার আরেক লড়াইয়ে মুখোমুখি হতে যাওয়া ইংল্যান্ডের দুই ক্লাব ম্যানচেস্টার সিটি ও লিভারপুলও ইউরোপীয় মঞ্চে আগে কখনোই একে অপরের বিপক্ষে খেলেনি। দারুণ ছন্দে থাকা পেপ গুয়ার্দিওলার দল চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে একটি মাত্র ম্যাচ হেরেছে। সেটা জানুয়ারিতে এই লিভারপুলের মাঠেই ৪-৩ গোলে। তবে প্রথম পর্বে ঘরের মাঠে ‘অল রেডস’ নামে পরিচিত দলটিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল সিটি। সুইজারল্যান্ডের দল বাসেলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি ও পর্তুগালের ক্লাব পোর্তোকে হারিয়ে শেষ আটে উঠেছে লিভারপুল। কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ হবে আগামী ৩ ও ৪ এপ্রিল। ফিরতি পর্ব হবে ১০ ও ১১ এপ্রিল। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল: রিয়াল মাদ্রিদ-ইউভেন্তুস বার্সেলোনা-রোমা বায়ার্ন মিউনিখ-সেভিয়া লিভারপুল-ম্যানচেস্টার সিটি
×