ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম ওয়াসার আন্তর্জাতিক পুরস্কার লাভ

প্রকাশিত: ০৪:১৬, ১৭ মার্চ ২০১৮

চট্টগ্রাম ওয়াসার আন্তর্জাতিক  পুরস্কার লাভ

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রাম ওয়াসা ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ‘গ্লোবাল ট্রেড লিডার্স’ কর্তৃক আন্তর্জাতিক নির্মাণ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। বিশ্বের ৯৫টি দেশ নিয়ে গঠিত ব্যবসায়ীদের এই ক্লাবের সদস্য সংখ্যা ৭ হাজার ৫০০ জন। গ্লোবাল ট্রেড লিডার্স-এর উদ্যোগে ২০১৮ সালের জন্য সুষ্ঠু পানি ব্যবস্থাপনা ও সরবরাহের জন্য চট্টগ্রাম ওয়াসাকে নির্বাচিত করেছে। স্পেনের মাদ্রিদ শহরে আগামী ১৪ মে এই এ্যাওয়ার্ড প্রদান করা হবে। এই ক্লাবের উদ্যোগে পরিচালিত তথ্যে বিশ্বের ৯৫টি শহরের মধ্যে সফল পানি ব্যবস্থাপনা ও পানি সরবরাহের জন্য চট্টগ্রাম ওয়াসা ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষে এই আন্তর্জাতিক পুরস্কারের জন্য নির্বাচিত করেছে। গত ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষকে প্রেরিত সংস্থার জেনারেল সেক্রেটারি রিকার্ডো রসো লিওপিজ স্বাক্ষরিত এক পত্রে এই পুরস্কারের জন্য মনোনয়ন সংক্রান্ত তথ্য অবহিত করা হয়েছে। গ্লোবাল ট্রেড লিডার্স ক্লাব বিশ্বব্যাপী তাদের কার্যক্রমের মধ্যে অসামান্য কোম্পানি সম্পর্কে তথ্য নিয়ে একটি অনলাইন পোল প্রতিষ্ঠা করেছে। এই সংস্থার পরিচালিত জরিপে চট্টগ্রাম ওয়াসা নগরীর ক্রমবর্ধমান পানির চাহিদা পূরণে এবং বিশুদ্ধ পানি সরবরাহে সক্ষমতা দেখাতে সক্ষম হয়েছে। তাই এ ধরনের প্রতিষ্ঠানকে সংস্থাটি প্রতি বছর এ পুরস্কারের জন্য নির্বাচন করে থাকে। তাই চট্টগ্রাম ওয়াসা সেই বিবেচনায় নির্মাণ পুরস্কারের জন্য শ্রেষ্ঠ বিজয়ী প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়।
×