ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহ শিশু হাসপাতাল এক যুগেও চালু হয়নি

প্রকাশিত: ০৪:১৯, ১৭ মার্চ ২০১৮

  ঝিনাইদহ শিশু হাসপাতাল এক যুগেও চালু  হয়নি

স্টাফ রিপোর্টার ॥ ঝিনাইদহ শহরের বাস টার্মিনালের পাশে ছয় কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে শিশু হাসপাতালটি উদ্বোধন হয় ২০০৬ সালে। প্রশাসনিক অনুমোদন ও জনবল নিয়োগ না হওয়ায় হাসপাতালটি বন্ধ ছিল ২০১০ সাল পর্যন্ত। পরে তিনজন মেডিক্যাল সহকারী ও দুইজন কর্মচারী প্রেষণে নিয়োগ দিয়ে হাসপাতালটি চালু করা হয়। তবে ওষুধ বরাদ্দ ও কোন বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ফিরে যাচ্ছেন হতাশ হয়ে। হাসপাতালে আসা এক রোগীর স্বজন বলেন, ‘হসপিটালে আইছি কিন্তু সেইভাবে চিকিৎসার এখানে কিছুই নাই।’ লোকবল নিয়োগের মাধ্যমে হাসপাতালটি দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় এক যুবক বলেন, ‘এ এলাকায় অনেক দরিদ্র্য ফ্যামেলি আছে। হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে অনেকেই উপকৃত হতো।’ তবে দ্রুত নিয়োগ দিয়ে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে বলে জানালেন সিভিল সার্জন ডাঃ রাশেদা সুলতানা। তিনি বলেন, আমরা স্থানীয় ব্যবস্থাপনায় এটি চালু রেখেছি। কর্মকর্তা-কর্মচারীর পদায়ন হয়েছে। কিন্তু প্রাতিষ্ঠানিক কোড না আসার কারণে তাদের বেতনের ব্যবস্থা হয়নি। ফলে আমরা হাসপাতালটি পুরোপুরি চালু করতে পারছি না।
×