ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অপরিকল্পিত নগরায়ণে সৌন্দর্য হারাচ্ছে সিলেট

প্রকাশিত: ০৪:১৯, ১৭ মার্চ ২০১৮

অপরিকল্পিত নগরায়ণে সৌন্দর্য হারাচ্ছে সিলেট

অপরিকল্পিত নগরায়ণে সৌন্দর্য হারাচ্ছে সিলেট শহর। যত্রতত্র রাস্তা খোঁড়াখুঁড়ি ও ফুটপাথে অবৈধ দোকানপাট সিলেট শহরের নতুন সমস্যার সৃষ্টি করেছে। সিলেট নগরীর প্রাণকেন্দ্র সুরমা মার্কেট থেকে আম্বরখানা পয়েন্ট এবং বন্দরবাজার এলাকার রাস্তার ওপর যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড। আবার ফুটপাথে বসছে দোকানপাট। চলাচলের রাস্তাটুকুও পাচ্ছেন না পথচারীরা। সৃষ্টি হচ্ছে যানজট। এতে ভোগান্তির যেন শেষ নেই। এ ছাড়া রাস্তা খোঁড়াখোঁড়ির ঝামেলা তো রয়েছেই। উন্নয়নমূলক এসব কাজ ধীরগতিতে চলায় যেমন রয়েছে ধূলাবালির কষ্ট, তেমনি চলাচলের জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সমস্যা সমাধানের বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে। মাস্টারপ্লান করে ইয়োলো মার্কিং করে পার্কিং নিষিদ্ধ করা হবে। যারা নিষিদ্ধ জায়গায় বসবে তাদের জরিমানা করা হবে। -স্টাফ রিপোর্টার
×