ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পেঁয়াজের দাম কমলেও চালের বাজার স্থিতিশীল

প্রকাশিত: ০৪:৪৫, ১৭ মার্চ ২০১৮

পেঁয়াজের দাম কমলেও  চালের বাজার স্থিতিশীল

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমলেও চালের বাজার স্থিতিশীল রয়েছে। না কমে চাল বিক্রি হচ্ছে আগের দামেই। এই দুটো নিত্যপণ্য ছাড়া চিনি, ডিম ও ডাল গত বছরের তুলনায় কিছুটা কম দামে বিক্রি হচ্ছে। যদিও খুচরা বাজারে বাড়তির দিকে চিনির দাম। কমেছে সবজির দাম। মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। শুক্রবার রাজধানীর কাপ্তানবাজার, কাওরানবাজার, ঢাকা নিউমার্কেট এবং পলাশী বাজার ঘুরে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে। খুচরা বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০/৪৫ টাকায়। প্রতিকেজি আমদানিকৃত পেঁয়াজ ৩০/৩৫ এবং দেশী বিক্রি হচ্ছে ৪০/৪৫ টাকায়। গত বছর এই সময় প্রতিকেজি পেঁয়াজ জাত ও মানভেদে ২০/৩০ টাকায় বিক্রি হয়েছে। খুচরা বাজারে প্রতিকেজি মোটা চাল এখন ৪৩/৪৭ টাকায় বিক্রি হচ্ছে। গত বছর এই সময় স্বর্ণা ও চায়না ইরির মতো মোটা চাল বিক্রি হয়েছে ৩৭/৪০ টাকায়। অন্যদিকে, গতবছর প্রতিকেজি দেশী চিকন মসুর ডাল ১৩০/১৪০ টাকায় বিক্রি হলেও এখন ১০০/১১০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া চিনি এখন ৫৫/৬০ টাকায় বিক্রি হলেও গতবছর এই সময় ৬৬/৬৮ টাকায় বিক্রি হয়েছে। কয়েক বছরের মধ্যে সবচেয়ে কম দামে অর্থাৎ ২৪/২৫ টাকায় বিক্রি হচ্ছে ডিমের হালি। অর্থাৎ পেঁয়াজ ও চাল ছাড়া বেশিরভাগ পণ্যের দাম নিম্নমুখী ধারায় রয়েছে। বিক্রেতারা বলছেন, সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম আরও কমবে। আর চালের দাম কমানোর বিভিন্ন পদক্ষেপ রয়েছে সরকারী উদ্যোগে।
×