ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বর্ণ বৃষ্টি

প্রকাশিত: ০৪:৪৯, ১৭ মার্চ ২০১৮

স্বর্ণ বৃষ্টি

মালবাহী একটি বিমান উড্ডয়নের পর দরজা খুলে যাওয়ায় বিমানবন্দরের রানওয়েতে প্রায় ৩ টন স্বর্ণ নিচে পড়ে গেছে। স্বর্ণের পাশাপাশি ওই বিমানে আরও মূল্যবান ধাতব পদার্থ ছিল প্রায় সাড়ে ৯ টন। বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে রাশিয়ার ইয়াকুতস্ক শহরের বিমানবন্দরে। উড়তে থাকা বিমান থেকে রানওয়েতে স্বর্ণ পড়ে যাওয়ার এ ঘটনাকে অনেকে ‘স্বর্ণ বৃষ্টি’ বলে মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। রুশ সংবাদ সংস্থা তাস বলছে, ইয়াকুতস্ক শহরের বিমানবন্দরের ঘটনা তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। তদন্ত কমিটি বলছে, ক্রাসনোইয়ারস্ক শহরের উদ্দেশে স্বর্ণসহ ৯ দশমিক ৩ টন মূল্যবান ধাতু নিয়ে যাচ্ছিল নিমবুস বিমানসংস্থার মালবাহী এ্যান এ্যান-১২ বিমানটি। উড্ডয়নের পরপরই বিমানটির ক্ষতিগ্রস্ত একটি দরজা খুলে যায়। এতে ওই বিমান থেকে ১৭২টি স্বর্ণের বার রানওয়েতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, বিমানবন্দরের রানওয়েতে বারগুলো বিক্ষপ্তভাবে পড়ে আছে। -এপি অবলম্বনে।
×