ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকা-লন্ডন কৌশলগত গংলাপ

ইইউ ছাড়লেও যুক্তরাজ্যে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

প্রকাশিত: ০৫:০৬, ১৭ মার্চ ২০১৮

ইইউ ছাড়লেও যুক্তরাজ্যে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

কূটনৈতিক রিপোর্টার ॥ ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বেরিয়ে আসলেও দেশটিতে শুল্ক ও কোটামুক্ত পণ্য প্রবেশের সুবিধা পাবে বাংলাদেশ। এছাড়া রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য। বৃহস্পতিবার যুক্তরাজ্যে ঢাকা-লন্ডন কৌশলগত সংলাপে এসব আলোচনা হয়েছে। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, লন্ডনে গত বৃহস্পতিবার বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিতীয় কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক ও ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্লামেন্ট আন্ডার সেক্রেটারি সাইমন ম্যাকডোনাল্ড নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। দ্বিতীয় কৌশলগত সংলাপে সন্ত্রাস দমন, ব্রেক্সিট, জলবায়ু পরিবর্তন, এজেন্ডা ২০৩০, বাণিজ্য-বিনিয়োগ প্রভৃতি ইস্যু নিয়ে আলোচনা হয়। এছাড়াও অবকাঠামো, জ্বালানি, আইসিটি ও স্বাস্থ্য সেবা খাতে ব্রিটিশ বিনিয়োগ আহ্বান করে বাংলাদেশ। সংলাপে রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্লামেন্ট আন্ডার সেক্রেটারি সাইমন ম্যাকডোনাল্ড সংলাপের সমাপনী অধিবেশনে বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে আয়োজিত এই সংলাপে খুব ভাল আলোচনা হয়েছে। যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে সরে আসার প্রস্তুতি নিচ্ছে। আর বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। তবে আমি আশ্বস্ত করতে চাই, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলেও বাংলাদেশ এখানে শুল্কমুক্ত পণ্য প্রবেশের সুবিধা পাবে। এছাড়া কমনওয়েল সামিটে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের জন্য যুক্তরাজ্য অপেক্ষা করছে বলেও তিনি জানান। সংলাপের সমাপনী অধিবেশনে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বলেন, কৌশলগত সংলাপে উভয়পক্ষের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশ আগামী দিনে উদ্ভাবন, দক্ষতা, উন্নয়ন, কর্মসংস্থান ইত্যাদি খাতে একে অপরকে সহযোগিতা করবে। ইউরোপীয় ইউনিয়ন থেকে অব্যাহত নেয়ার পরেও যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের কোটা ও শুল্ক মুক্ত পণ্য প্রবেশে সুবিধা দেয়ার জন্য সন্তোষ প্রকাশ করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী এপ্রিলে যুক্তরাজ্যে কমনওয়েলথ সামিটে অংশ নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাজ্য। এছাড়া রোহিঙ্গা সঙঙ্কট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে বলেও জানিয়েছে দেশটি। রোহিঙ্গা সঙ্কট সমাধানে মানবিক সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশে থাকবে যুক্তরাজ্য। ‘এভরিথিং বাট আর্মস’ (ইবিএ) কর্মসূচীর আওতায় ইউরোপীয় ইউনিয়নের বাজারে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পায় বাংলাদেশ। কিন্তু ব্রেক্সিটের কারণে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বেরিয়ে গেছে। এই ব্রেক্সিট কার্যকর হওয়ার পরও যুক্তরাজ্য যাতে বাংলাদেশের জন্য শুল্ক ও কোটামুক্ত সুবিধা বহাল রাখে সে জন্য ঢাকার পক্ষ থেকে আগেই আহ্বান জানানো হয়েছিল। কৌশলগত সংলাপে যুক্তরাজ্যের পক্ষ থেকে এ বিষয়ে বাংলাদেশকে আশ্বস্ত করা হয়েছে। কৌশলগত সংলাপে বাংলাদেশীদের জন্য যুক্তরাজ্যের ভিসা সহজীকরণের বিষয়টি তোলা হয়। এ বিষয়ে যুক্তরাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশীদের জন্য সহজেই ভিসা সার্ভিস দেয়ার বিষয়ে যুক্তরাজ্য সজাগ রয়েছে। সে কারণে ঢাকার পাশাপাশি সিলেটেও ভিসা আবেদন কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভের সুযোগ রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী মেয়েরাও শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। উল্লেখ্য, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্ক আরও বিস্তৃত করতে দু’দেশের মধ্যে প্রথম কৌশলগত সংলাপটি ২০১৭ সালের মার্চে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। সে সময় দু’দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক ও সই হয়।
×