ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুলিশের প্রতিবাদ

প্রকাশিত: ০৫:১৭, ১৭ মার্চ ২০১৮

পুলিশের প্রতিবাদ

গত ১০ মার্চ দৈনিক জনকণ্ঠে ‘পুলিশের কেনাকাটায় চারশ’ কোটি টাকা তছরুপ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন পুলিশ সদর দফতরের বর্তমান অতিরিক্ত ডিআইজি (স্পেশাল ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ রেজাউল করিম। তিনি ওই সময় অতিরিক্ত ডিআইজি (লজিস্টিক্স) হিসেবে কর্মরত ছিলেন। প্রতিবাদলিপিতে তিনি বলেন, পুলিশের সাজসরঞ্জাম কেনাকাটার জন্য পুলিশ সদর দফতরের একটি কমিটি রয়েছে। কমিটি বিধি মোতাবেক কেনাকাটা করেছে। তার একার পক্ষে অথবা কমিটির কোন সদস্যের এককভাবে কোন কিছু ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ নেই। কেনাকাটায় কোন অনিয়ম হয়নি। সঠিক গুণগতমানে জিনিসপত্র কেনা হয়েছে। দুদকের তরফ থেকে পুলিশ সদর দফতরে পাঠানো নোটিসের প্রেক্ষিতে পুলিশের উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি অভিযোগের তদন্ত করে কোন সত্যতা পায়নি।
×