ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাবুল নয় মার্কিন সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহী তালেবান

প্রকাশিত: ০৫:২৬, ১৭ মার্চ ২০১৮

 কাবুল নয় মার্কিন সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহী তালেবান

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি গত মাসে তালেবানদের প্রতি যে শান্তি আলোচনার প্রস্তাব দেন তার প্রতি বিদ্রোহীদের বিলম্বিত ও নীরব সাড়া দেয়ায় তাদের মধ্যে অভ্যন্তরীণ মতানৈক্যের বিষয়টি প্রকাশ হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে, সরকারকে তারা এতদিন যাবত বিদেশী শক্তির ক্রীড়নক বা অবৈধ বলে আসছে- তাদের সঙ্গে শান্তি আলোচনা শুরু করা নিয়ে তালেবানদের মধ্যে পক্ষ-বিপক্ষ মতামতের সৃষ্টি হয়েছে। এএফপি। আশরাফ গনির পক্ষ থেকে দু’সপ্তাহ আগে দেয়া আলোচনা প্রস্তাবের জবাবে তালেবানদের আলেমরা ওয়েবসাইটে স্বাক্ষরহীন বিবৃতি দিয়েছে। এতে আফগান সরকারের পক্ষ থেকে উষ্ণ আমন্ত্রণে ঠান্ডা পানি ঢেলে দেয়া হয়। এতে জঙ্গী দলটি গনি সরকারের চেয়ে মার্কিন সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহী বলে জানায়। সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তারা তালেবানদের এই প্রতিক্রিয়াকে ‘সাহসী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে নিরাপত্তা বিশেষজ্ঞদের বক্তব্য হচ্ছে যে, আফগান প্রেসিডেন্টের এই শান্তি প্রস্তাব সে দেশের বৃহত্তম জঙ্গী গোষ্ঠীকে একটি বাধ্য বাধকতার মধ্যে ফেলে দিয়েছে। কারণ এখন যদি তালেবানরা সরাসরি এই শান্তি আলোচনার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে তবে আফগান সরকার ও মার্কিন বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে নির্বিচারে বোমা বর্ষণের অজুহাত খুঁজে পাবে।
×