ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এপ্রিলেই ভবিষ্যত জানাবেন ইনিয়েস্তা

প্রকাশিত: ০৫:৩৩, ১৭ মার্চ ২০১৮

এপ্রিলেই ভবিষ্যত জানাবেন ইনিয়েস্তা

স্পোর্টস রিপোর্টার ॥ বার্সিলোনাতেই থাকবেন আন্দ্রেস ইনিয়েস্তা নাকি নতুন করে ঠিকানা গড়বেন চীনে? এ নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহটা ব্যাপক। তবে সেটা জানতে হলে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে ইনিয়েস্তার সমর্থকদের। এ প্রসঙ্গে স্প্যানিশ মিডফিল্ডার নিজের মুখেই বলেছেন, আগামী মাসের শেষেই বার্সিলোনায় নিজের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত জানাবেন দলটির প্রাণভোমরা। বেশ কয়েকদিন হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছিলেন ইনিয়েস্তা। তবে সুস্থ হয়ে বুধবার ন্যুক্যাম্পে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে চেলসির বিপক্ষে খেলতে নেমেছিলেন তিনি। সেই ম্যাচে চেলসিকে পরাজিত (৩-০) করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সা। মৌসুমের শুরুতেই কাতালান ক্লাবটির সঙ্গে ‘আজীবন’ চুক্তি নবায়নের কাগজে স্বাক্ষর করেছিলেন ৩৩ বছর বয়সী ইনিয়েস্তা। কিন্তু সাম্প্রতিক সময়ে ইনজুরির কারণে তার ভবিষ্যত নিয়ে দেখা দেয় শঙ্কা। এই সময়েই চাইনিজ সুপার লীগের ক্লাব তিয়ানচিন কুয়ানজিয়ানে যাওয়া নিয়েও শুরু হয় জোড় গুঞ্জন। যদিও চাইনিজ ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃবিতে বিষয়টিতে জোরালোভাবে অস্বীকৃতি জানানো হয়েছে। তবে কি করবেন ইনিয়েস্তা তা ৩০ এপ্রিলের আগেই জানাবেন বলে নিশ্চিত করেছেন। ইনিয়েস্তা বলেন, ‘এই সিদ্ধান্ত নেয়ার আগে আমি সর্বপ্রথম ক্লাবের সঙ্গে আলোচনা করব। এরপর আপনাদের (সাংবাদিকরা) জানাব। বেশিদিন নয়, আর মাত্র কয়েকটা সপ্তাহ বাকি। কারণ যে সিদ্ধান্তই নিই, আমি তা ৩০ এপ্রিলের আগেই নেব।’ বয়সে তেত্রিশকেও ছাড়িয়ে গেছেন ইনিয়েস্তা। পায়ের আগের সেই ধার আর নেই। পারফর্মেন্সে ভাটার টানটা স্পষ্ট। ইনিয়েস্তা নিজেও বুঝতে পারছেন তা। বর্ষীয়ান মিডফিল্ডার বুঝতে পারছেন আরও অনেক কিছু। এখনই দলের সব ম্যাচ খেলা হয় না তার। প্রায়ই বসে থাকতে হয় বেঞ্চে। আগের মতো প্রভাব-মর্যাদাও নেই। সামনে যে আরও কঠিন সময় অপেক্ষা করছে, সেটাও দেখতে পাচ্ছেন কাতালানদের প্রাণ ভোমরা। কেননা, ভবিষ্যত পরিকল্পনা অনুযায়ী বার্সিলোনা এরই মধ্যে দলে ভিড়িয়েছে ফিলিপে কুটিনহো, উসমান ডেম্বেলের মতো প্রতিভাবান তরুণদের। এক সময় জাভির সঙ্গে মিলেই বার্সিলোনার মাঝ মাঠে অবিশ্বাস্য এক জুটি গড়ে তুলেছিলেন ইনিয়েস্তা। বয়সের কাছে হেরে সেই জাভি ২০১৫ সালেই বার্সিলোনা ছেড়ে পাড়ি জমিয়েছেন কাতারের ক্লাব আল সাদে। ইনিয়েস্তাও সাবেক সতীর্থের পথই অনুসরণ করার কথা ভাবছেন। বিশেষ করে চীনের একাধিক ক্লাবও তাকে নিতে আগ্রহ প্রকাশ করছে। ফেলছে বড় অঙ্কের টোপও। তবে টাকার জন্য নয়, ক্লাবের স্বার্থেই তিনি বার্সিলোনায় থাকার কথা ভাবছেন।
×