ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জয়রথ ছুটছেই ফেদেরারের

প্রকাশিত: ০৫:৩৩, ১৭ মার্চ ২০১৮

 জয়রথ ছুটছেই ফেদেরারের

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান ওয়েলসের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন ভেনাস উইলিয়ামস এবং দারিয়া কাসাতকিনা। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা ভেনাস উইলিয়ামস ৬-৩ এবং ৬-২ গেমে পরাজিত করেছেন স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোকে। দিনের অন্য ম্যাচে রাশিয়ান তারকা দারিয়া কাসাতকিনা ৬-০ এবং ৬-২ গেমে জার্মানির এ্যাঞ্জেলিক কারবারকে হারিয়ে জায়গা করে নেন শেষ চারে। পুরুষ এককেও জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় রজার ফেদেরার এবং ক্রোয়েশিয়ার বোর্না কোরিচ। ইন্ডিয়ান ওয়েলসে এবার সবচেয়ে বেশি বয়সী মহিলা হিসেবে খেলতে নামেন ভেনাস উইলিয়ামস। শুরু থেকে খেলছেনও দুর্দান্ত। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রেখে বৃহস্পতিবার টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোকে। টুর্নামেন্টের ২৭তম বাছাই নাভারোকে সরাসরি সেটে পরাজিত করে ১৭ বছর পর ইন্ডিয়ান ওয়েলস টেনিস টুর্নামেন্টের মহিলা এককের সেমিফাইনালে উঠলেন অষ্টম বাছাই ভেনাস উইলিয়ামস। ২৭তম বাছাই স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোকে সরাসরি সেটে হারিয়ে সেমির টিকেট পান সাতটি গ্র্যান্ডস্লাম জয়ী ভেনাস। টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডেই চমক দেখিয়েছিলেন ভেনাস। ছোট বোন সেরেনা উইলিয়ামসকে সরাসরি সেটে হারের লজ্জা দেন তিনি। সেমিফাইনালে ভেনাস মুখোমুখি হবেন ২০তম বাছাই রাশিয়ার দারিয়া কাসাতকিনার। কোয়ার্টার ফাইনালে কাসাতকিনা ৬-০, ৬-২ গেমে দশম বাছাই জার্মানির এ্যাঞ্জেলিক কারবারকে পরাজিত করেন। সেমির ম্যাচ নিয়ে বেশ সতর্ক ভেনাস। কাসাতকিনার মুখোমুখি হবার আগে ভেনাস তার অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘সেমিতে বড় পরীক্ষায় পড়তে হবে। কারণ কাসাতকিনা দুর্দান্ত একটি জয় পেয়ে শেষ চারে উঠেছেন। স্বাভাবিকভাবেই তিনি বেশ আত্মবিশ্বাসী। তবে আমিও সতর্ক পরের ম্যাচ নিয়ে। ফাইনালে উঠতে সর্বাত্মক চেষ্টা করব।’ ২০০১ সালের আসরে সেমিফাইনালে উঠলেও খেলা হয়নি ভেনাসের। ইনজুরির কারণে সেবার সেমির ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। ঐ আসরে সেমিতে তার প্রতিপক্ষ ছিলেন বোন সেরেনা উইলিয়ামস। এদিকে ইন্ডিয়ান ওয়েলসের ইন্ডিয়ান ওয়েলস টেনিস টুর্নামেন্টের পুরুষ এককের সেমিফাইনাল নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার। শেষ চারে উঠে টেনিস র‌্যাঙ্কিংয়ে নিজের শীর্ষস্থানও অক্ষুণœ রাখলেন তিনি। বৃহস্পতিবার টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ফেদেরার সরাসরি সেটে হারিয়েছেন ২৩তম বাছাই দক্ষিণ কোরিয়ার চুং হিইয়নকে । ইন্ডিয়ান ওয়েলসে রেকর্ড সর্বোচ্চ ছয়বার শিরোপা জয়ের লক্ষ্যে এবারের আসর শুরু করেন ফেদেরার। সেই লক্ষ্যের পথে ভালভাবেই টিকে রয়েছেন তিনি। তবে কোয়ার্টার ফাইনালের প্রথম সেটে বড় পরীক্ষায় পড়ে গিয়েছিলেন ফেদেরার। প্রথম সেটটি জিততে বেশ কষ্টই করতে হয় তাকে। তারপরও ৭-৫ গেমে জয় পান ফেড এক্সপ্রেস। তবে দ্বিতীয় সেটে হিইয়নকে সুযোগই দেননি ফেদেরার। ৬-১ গেমে ঐ সেট জিতে শেষ চার নিশ্চিত করেন তিনি। এ জন্য ফেদেরারের সময় লেগেছে ১ ঘণ্টা ২৩ মিনিট। সেমিতে ফেদেরারের প্রতিপক্ষ অবাছাই ক্রোয়েশিয়ার বোর্না কোরিচ। সপ্তম বাছাই কেভিন এন্ডারসনকে ৬-২, ৪-৬ ও ৬-৭ (৩/৭) গেমে হারান বোর্না। চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে ২০তম গ্র্যান্ডস্লাম জয়ের স্বাদ পান ফেদেরার। ইন্ডিয়ান ওয়েলসের শিরোপার স্বাদ নিতে মরিয়া সুইস তারকা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার প্রধান লক্ষ্য ছিল এবারের আসরের সেমিফাইনালে খেলা। সেই লক্ষ্য পূরণ হয়েছে। এবার চাই শিরোপা জয় করতে। যেভাবে খেলে এ পর্যন্ত এসেছি এভাবেই খেলে যাব। আমি আক্রমণাত্মক টেনিস খেলছি। তবে সবসময় এভাবে খেলা কঠিন। তারপরও শিরোপা জয়ের জন্য সেরা টেনিসই খেলব।’
×