ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রিয়ালের সামনে জুভেন্টাস, বার্সার প্রতিপক্ষ রোমা

প্রকাশিত: ০৫:৩৫, ১৭ মার্চ ২০১৮

 রিয়ালের সামনে জুভেন্টাস, বার্সার প্রতিপক্ষ রোমা

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের কোয়ার্টার ফাইনালের ড্র সম্পন্ন হয়েছে। শুক্রবার সুইজারল্যান্ডের নিওতে অনুষ্ঠিত ড্রতে কঠিন প্রতিপক্ষ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তবে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সিলোনা। সেমিফাইনালের টিকেট পাওয়ার মিশনে শেষ আটে রিয়ালের সামনে এসেছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। আর বার্সিলোনা পেয়েছে আরেক ইতালিয়ান ক্লাব এএস রোমাকে। মুখোমুখি হবে দুই ইংলিশ ক্লাব লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। শেষ আটের আরেক ম্যাচে জার্মান জায়ান্ট প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্প্যানিশ ক্লাব সেভিয়াকে। প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লীগে টানা তৃতীয়বার শিরোপা জয়ের হাতছানিতে থাকা রিয়াল টানা দ্বিতীয়বারের মতো জুভেন্টাসের মুখোমুখি হবে। সর্বশেষ আসরে কার্ডিফের ফাইনালে ইতালির ক্লাবটিকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা উৎসব করে জিদানের শিষ্যরা। গত তিনবারের মধ্যে দুইবার ফাইনালে ওঠা জুভেন্টাস প্রতিবারই ফিরেছে খালি হাতে। আর দুইবারই তাদের হতাশা উপহার দেয় গ্যালাক্টিকোরা। ২০১৪-১৫ মৌসুমে ফাইনালে বার্সিলোনার কাছে ৩-১ গোলে হেরেছিল জুভরা। এবার শেষ ষোলোতে শক্তিশালী ফরাসী ক্লাব পিএসজিকে দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে হারায় রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন রিয়াল। আর ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারকে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে দুইবারের শিরোপা জয়ী জুভেন্টাস। ইউরোপের শীর্ষ আসরে এর আগে ১৯ বার দেখা হয়েছে দল দুটির। ৯ বার জিতেছে রিয়াল, ৮ বার জুভেন্টাস, দুটি ম্যাচ হয়েছে ড্র। ২০০৭-০৮ মৌসুমের পর চ্যাম্পিয়ন্স লীগের শেষ আটে ওঠা রোমার বিপক্ষে পাঁচবারের ইউরোপ চ্যাম্পিয়ন বার্সিলোনার সাম্প্রতিক ইতিহাস দুর্দান্ত। সর্বশেষ ২০১৫-১৬ মৌসুমের গ্রুপপর্বে মুখোমুখি হয়েছিল তারা। সেবার প্রতিপক্ষের মাঠে ১-১ ড্র করার পর নিজেদের মাঠে রোমের ক্লাবটিকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল কাতালানরা। ইংলিশ ক্লাব চেলসিকে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সিলোনা। আর ইউক্রেনের ক্লাব শাখতার ডোনেস্ককে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় রোমা। ইতালির ক্লাবগুলোর বিপক্ষে বার্সার সাম্প্রতিক রেকর্ড ভাল নয়। গতবার জুভেন্টাস বার্সাকে কোয়ার্টার ফাইনালেই বিদায় করে দিয়েছিল। তবে জুভেন্টাস আর রোমার শক্তির ব্যবধান অনেক। রোমা এখন আর ইউরোপের বড় শক্তি নয়। ইউরোপে তাদের গর্ব করার মতো অতীতও নেই। ইতালিয়ান লীগ তারা জিতেছে সর্বশেষ ১৭ বছর আগে। আর ইউরোপে বড় কোন ট্রফি তারা জিততে পারেনি। রোমা চ্যাম্পিয়ন্স লীগের শেষ আটেই উঠেছে ১০ মৌসুম পর। এই তথ্যগুলো বার্সা সমর্থকদের আশ্বস্ত করতে পারে। আবার এও সত্যি, সাম্প্রতিক সময়ে বড় কোন অর্জন নেই বলে রোমা মরিয়া হয়ে খেলবে। যে কোন পর্যায়েই ইতালির রাজধানীর ক্লাবটি শিরোপা জিতেছে ২০০৮ সালে। সেটা ইতালিয়ান কাপ। আর ইতালিতে ইতালির দলগুলো সব সময়ই প্রতিপক্ষের জন্য বিপদের। রোমার সঙ্গে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান বার্সিলোনা সমর্থকদের আশ্বস্ত করবে, ভয়ও দেখাতে পারে। দুই দলের দেখা দুইবার। ২০০১-০২ মৌসুমে দ্বিতীয় গ্রুপপর্বে প্রথম লেগে বার্সার মাঠে ১-১ ড্র করার পর ফিরতি লেগ রোমা জিতেছিল ৩-০ গোলে। সর্বশেষ ২০১৫-১৬ মৌসুমে আবার দেখা হয় দুই দলের। গ্রুপপর্বে নিজেদের মাঠে রোমা ১-১ ড্র করেছিল। কিন্তু ফিরতি লেগে বার্সার মাঠে গিয়ে ৬-১ গোলে হেরে আসে। চলতি মৌসুমে রোমা যে দুর্দান্ত গতিতে ছুটছে তাও নয়। বরং তাদের শেষ আটে উঠে আসা অনেককে চমকে দিয়েছে। ইতালিয়ান লীগের পয়েন্ট টেবিলে তিনে থাকলেও শীর্ষস্থানটি তাদের জন্য ১৪ পয়েন্ট দূরত্বের। ইতালিয়ান কাপের শেষ ষোলোতে তাদের বিদায় করে দিয়েছে টোরিনো। বার্সিলোনার মতো সমান পাঁচবার চ্যাম্পিয়ন্স লীগ জেতা বেয়ার্ন এবারই প্রথমবারের মতো ইউরোপীয় প্রতিযোগিতায় সেভিয়ার বিপক্ষে খেলবে। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে সেভিয়া ও তুরস্কের বেসিকটাসকে হারিয়ে জার্মানির সফলতম ক্লাব শেষ আটে এসেছে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হবে আগামী ৩ ও ৪ এপ্রিল। ফিরতি লেগ হবে ১০ ও ১১ এপ্রিল।
×