ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিষেধাজ্ঞার বিপক্ষে রাবাদার আপীল

প্রকাশিত: ০৫:৩৫, ১৭ মার্চ ২০১৮

নিষেধাজ্ঞার বিপক্ষে রাবাদার আপীল

স্পোর্টস রিপোর্টার ॥ একক নৈপুণ্যে দলকে জিতিয়েছেন। পোর্ট এলিজাবেথ টেস্টে বল হাতে যেমন দুরন্ত ছিলেন, তেমনি আচরণেও তোয়াক্কা করেননি অস্ট্রেলিয়ার কোন ক্রিকেটারকে। দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার বিরূপ আচরণের শিকার হয়েছেন অসি অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নার। ফলে এক ম্যাচেই ৫ ডিমেরিট পয়েন্ট পেয়ে আগের ৪ ডিমেরিট পয়েন্টের সঙ্গে যোগ হয়েছে। তাই দুই টেস্ট নিষিদ্ধ হয়েছেন ১১ উইকেট নেয়া রাবাদা। তবে ২২ বছর বয়সী এ পেসার আইসিসির দেয়া সেই নিষেধাজ্ঞার বিপক্ষে করেছেন আপীল। আবার এই ঘটনায় স্মিথ থেকে গেছেন শাস্তির বাইরে যা মনঃপূত হয়নি রাবাদার পেস বোলিং সঙ্গী ভারনন ফিল্যান্ডারের। অভিযোগ উঠেছে ফিল্যান্ডার স্মিথকে উসকে দেয়া মন্তব্য টুইট করেছেন। কিন্তু সেটা নাকচ করে এ পেসার দাবি জানিয়েছেন তিনি শুধু স্মিথের কোন শাস্তি না হওয়ায় সমালোচনা করেছেন। চার টেস্টের সিরিজে এখন ১-১ সমতা। ডারবানে হওয়া প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে সহজেই হারিয়ে দেয় সফরকারী অস্ট্রেলিয়া। তবে পরের টেস্টে চারদিনেই জয় তুলে নেয় প্রোটিয়ারা। রাবাদা প্রথম ইনিংসে ৫ এবং দ্বিতীয় ইনিংসে নেন ৬ উইকেট। কিন্তু স্মিথকে প্রথম ইনিংসে আউট করার পর বিরূপ মন্তব্য ছুড়ে দেয়ার পাশাপাশি কাঁধ দিয়ে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেয়া এবং দ্বিতীয় ইনিংসে ওয়ার্নারকে আউট করে তার উদ্দেশে মন্তব্য করার দোষে অভিযুক্ত হন রাবাদা। তাতেই সবমিলিয়ে ৯ ডিমেরিট পয়েন্ট নিয়ে দুই টেস্টে নিষেধাজ্ঞার খড়গে আবদ্ধ হন তিনি। আইসিসি থেকে বুধবার জানানো হয়েছে, ‘স্টিভেন স্মিথের সঙ্গে ঘটনায় রাবাদা লেভেল-টু আইন ভেঙ্গে যে নিষেধাজ্ঞা পেয়েছেন তার বিরুদ্ধে তিনি আপীল করেছেন। আমরা এখন এ বিষয়টি দেখার জন্য বিচারিক কমিশনার নিয়োগ দেবে যত দ্রুত সুযোগ পাব এবং অবিলম্বেই শুনানির আয়োজন করা হবে।’ জানা গেছে শুক্রবারের মধ্যেই কমিশনার নিয়োগ করা হবে এবং ৭ দিনের মধ্যেই শুনানির ব্যবস্থা করা হবে।
×