ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাগেরহাটে রেকর্ডিয় খালের বাঁধ অপসারণ

প্রকাশিত: ২২:৫০, ১৭ মার্চ ২০১৮

বাগেরহাটে রেকর্ডিয় খালের বাঁধ অপসারণ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাট সদরের ডেমা ইউনিয়নের সরকারী রেকর্ডিয় মহর আলীর খালে প্রভাবশালীদের দেওয়া অবৈধ বাঁধ ও পাটা অবশেষে সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে শনিবার এলাকাবাসীর সহযোগীতায় অপসারন করা হয়েছে। এলাকাবাসীর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগে জানা গেছে, সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিপুর, বালিয়া ডাঙ্গা গ্রামের পানি নিস্কাসনের জন্য একমাত্র সরকারী রেকর্ডিয় মহর আলীর খালে এলাকার প্রভাবশালী কতিপয় লোক পাটা ও বাঁধ দিয়ে ঘের করার প্রস্ততি নেয়। এলাকার হাজার হাজার একর জমিতে ফসল বিনষ্টের কথা ভেবে স্থানীয় ইউপি সদস্য ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের নেতৃত্বে জোট বদ্ব হয়ে অবৈধ বাঁধ অপসারনে দাবিতে উপজেলা নির্বাহী অফিসার তানজিল্লুর রহমানের কাছে লিখিত গনস্বাক্ষরিত অভিযোগ করেন। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সদর উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার সাদ্দাম হোসাইন ও সদর তহশিলদার ইসহাক উদ্দিনকে সরেজমিনে পাঠান। সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে সার্ভেয়ার ও তহশিলদারের উপস্থিতিতে স্থানীয় ৫নং ইউপি সদস্য আ: ছত্তার মোল্লা ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম হুশির নেতৃত্বে কয়েক শত গ্রামবাসী একত্রিত হয়ে সরকারী রেকর্ডিয় মহর আলীর খালের প্রভাবশালীদের দেওয়া অবৈধ বাঁধ কেটে দেন। এই অবৈধ বাধ অপসারনের কারনে এলাকার প্রায় দু’হাজার বিঘা জমির আমন ফসল রক্ষা পাবে বলে এলাকার কৃষকগন জানান। এধরনের জনকল্যামুখি কাজের জন্য এলাকাবাসী উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
×