ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাউফলে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ২৩:২৫, ১৭ মার্চ ২০১৮

বাউফলে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ বরিশালের ডিবিসি নিউজের ক্যামেরাপারসন সুমন হাসানকে ডিবি পুলিশ কর্তৃক নির্যাতন ও দৈনিক কালের কণ্ঠের পটুয়াখালী প্রতিনিধি এমরান হাসান সোহেলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বাউফলে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে আজ শনিবার পৌর শহরে এক বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ইলিশ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দৈনিক ভোরের কাগজের সাংবাদিক অতুল চন্দ্র পালের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক জনকণ্ঠের সাংবাদিক কামরুজ্জামান বাচ্চু, সমকালে জিতেন্দ্র নাথ রায়, প্রথম আলোর এবিএম মিজানুর রহমান, যুগান্তরের শিবলী সাদিক প্রমূখ। বক্তার অভিলম্বে সুমন হাসানের ঘটনায় জড়িত ডিবি পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ এমরান হাসান সোহেলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
×