ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে ইজি বাইকসহ ৪ ছিনতাইকারী আটক

প্রকাশিত: ২৩:২৬, ১৭ মার্চ ২০১৮

লালমনিরহাটে ইজি বাইকসহ ৪ ছিনতাইকারী আটক

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ ছিনতাই হওয়া ব্যাটারী চালিত ইজি বাইকসহ ৪ ছিনতাইকারীকে আটক করেছে লালমনিরহাট পুলিশ । আজ শনিবার সকালে লালমনিরহাট জেলার হাতীবান্ধা ও নীলফামারী জেলার ডিমলায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ইজিবাইকসহ ৪ ছিনতাইকারীকে আটক করেন হাতীবান্ধা থানা পুলিশ। আটককৃত ছিনতাইকারীরা হলো- নীলফামারী ডিমলা চাপানী এলাকার রওসন সরমা(৩০), হাতিবান্ধা উপজেলার নুরল হক(৩৪), সাইদুল ইসলাম(২৮) ও আব্দুল জলিল ওরফে বুদু(৩৩)। পুলিশ জানায়, গত ১৪ মার্চ জেল্রা হাতীবান্ধা উপজেলার আজিজ মোড় এলাকা থেকে পবিত্র কুমার নামের ঝনৈক ব্যক্তির ব্যাটারী চালিত ইজি বাইকটি ছিনতাই হয়। ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। পরে গোপন সংবাদের ভিক্তিতে শুক্রবার গভীর রাতে হাতীবান্ধা থানা পুলিশের ওসি (তদন্ত) সুমন কুমার মহন্তের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল নীলফামারী পুলিশের সহযোগিতায় ডিমলা চাপানী এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে ছিনতাই হওয়া ইজি বাইকটি উদ্ধারসহ রওসন সরমা নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেন। পরে তার দেয়া তথ্য মতে হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ও দক্ষিন গড্ডিমারী এলাকায় শনিবার সকালে অভিযান চালিয়ে নুরল হক, সাইদুল ইসলাম ও আব্দুল জলিল ওরফে বুদু নামে আরও ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) সুমন কুমার মহন্ত এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
×