ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাউবি’র এইচএসসির উম্মুক্ত পরীক্ষা চলছে উম্মুক্তভাবে

প্রকাশিত: ০০:২৪, ১৭ মার্চ ২০১৮

বাউবি’র এইচএসসির উম্মুক্ত পরীক্ষা চলছে উম্মুক্তভাবে

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ কলাপাড়ায় বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পার্ট-১ ও পার্ট-২ পরীক্ষা চলছে উম্মুক্তভাবে। অংশগ্রহনকারী শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে শিক্ষকদের (পরিদর্শক) সামনেই বই দেখে পরীক্ষা দিচ্ছেন। বাউবি’র সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কোর্স সমন্বয়কারী ও কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তার যোগসাজশে এসব চলছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, কলাপাড়া পৌরশহরের মোজাহার উদ্দীন বিশ্বাস ডিগ্রি কলেজ ভেন্যুতে এইচএসসি পার্ট-১ বাংলা বিষয়ে ৯৫ জন শিক্ষার্থী, ইংরেজী বিষয়ে ৯৫, অর্থনীতি বিষয়ে ৩৮, পৌরনীতি বিষয়ে ৭২, ইসলামের ইতিহাস বিষয়ে ৪০, সমাজ বিজ্ঞান বিষয়ে ৬৫, ইসলাম শিক্ষা বিষয়ে ৩৫, যুক্তিবিদ্যা বিষয়ে ৪০, ইতিহাস বিষয়ে ৪৫ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ৯৫ জন শিক্ষার্থী এবছর পরীক্ষায় অংশ নিচ্ছেন। ইতোমধ্যে পার্ট-১ এর বাংলা, ইংরেজী এবং অর্থনীতি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। একই ভেন্যুতে এইচএসসি পার্ট-২ পরীক্ষায় বাংলা বিষয়ে ৭৬ জন শিক্ষার্থী, ইংরেজী বিষয়ে ৬৫, অর্থনীতি বিষয়ে ২৬, পৌরনীতি বিষয়ে ৫০, ইসলামের ইতিহাস বিষয়ে ৩২, সমাজ বিজ্ঞান বিষয়ে ৩৫, ইসলাম শিক্ষা বিষয়ে ৩০, যুক্তিবিদ্যা বিষয়ে ৪৫, ইতিহাস বিষয়ে ৩৩, ভূগোল বিষয়ে ২৭ এবং কৃষি শিক্ষা বিষয়ে ৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। ইতোমধ্যে পার্ট-২ এর বাংলা, ইংরেজী এবং অর্থনীতি বিষয়ের পরীক্ষা অবাধ নকলের মধ্য দিয়ে শেষ হয়েছে। পরীক্ষার আগের রাতে বহু পরীক্ষার্থীকে বই কিনতে দেখা গেছে। অপরদিকে কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজ ভেন্যুতে এইচএসসি পার্ট-১ বাংলা বিষয়ে ৬৫ জন শিক্ষার্থী, অর্থনীতি বিষয়ে ২৭, পৌরনীতি বিষয়ে ৪৩, ইসলামের ইতিহাস বিষয়ে ৩০, ইতিহাস বিষয়ে ১৯, সমাজকল্যান বিষয়ে ১৯, ইসলাম শিক্ষা বিষয়ে ২২ এবং তথ্য ও যোগাযোগ বিষয়ে ৬৫ জন শিক্ষার্থী এবছর পরীক্ষায় অংশ নিচ্ছেন। একই ভেন্যুতে এইচএসসি পার্ট-২ পরীক্ষায় বাংলা বিষয়ে ৪৮, অর্থনীতি বিষয়ে ২৩, পৌরনীতি বিষয়ে ২৭, ইসলামের ইতিহাস বিষয়ে ১৭, ইতিহাস বিষয়ে ১৩, সমাজ কল্যান বিষয়ে ১৩ এবং ইসলাম শিক্ষা বিষয়ে ১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এই কেন্দ্রের হাল-হকিকত একই ধরন। উম্মুক্ত। যে যার মতো বই দেখে লিখছেন। মোজাহারউদ্দীন বিশ্বাস কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের তথ্যপ্রদানে অসহযোগিতা করেন। তবে কুয়াকাটা খানাবাদ কলেজ কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ সিএম সাইফুর রহমান খান জানান, তার কেন্দ্রে অধিকাংশ পরীক্ষার্থী বয়ষ্ক এবং সদ্য সরকারি হওয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাই পরীক্ষা কক্ষে প্রবেশ না করার অনুরোধ করেন। বাউবি’র পটুয়াখালী উপ-আঞ্চলিক পরিচালক মোশারেফ হোসেন নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত করার বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন,’ প্রতি উপজেলায় ইউএনওকে সভাপতি করে ৫ সদস্যের পরীক্ষা পরিচালনা কমিটি রয়েছে, যারা সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহন নিশ্চিত করবেন। কলাপাড়ার ইউএনও মোঃ তানভীর রহমান বলেন, কেন্দ্রে দায়িত্বপ্রাপ্তদের সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন নিশ্চিত করা হচ্ছে।
×