ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শ্রীনগরে শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হল বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী

প্রকাশিত: ০০:২৪, ১৭ মার্চ ২০১৮

শ্রীনগরে শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হল বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ৫ শ’ শিক্ষার্থীর মধ্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও গ্রাফিক নভেল বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলার এম রহমান শপিং কমপ্লেক্সের সামনে ব্যাতীক্রমী এই আয়েজনে ব বেশ কয়েকজন তারাকা অংশ নেন। কেন্দ্রীয় আওয়ামী লীগ উপকিমিটির সাবেক সহ সম্পাদক ও মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার কবিরের উদ্যোগে এর আয়োজন শিক্ষার্থীদের বঙ্গবন্ধু দু’টি করে বই উপহার দেয়া হয়। এতে প্রধান অতিতির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি চিত্র নায়ক ফারুক। অনুষ্ঠান উদ্বোধন করেন গোলাম সারোয়ার কবির। জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মশিউর রহমান মামুনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন অভিনেত্রী ফারহানা আমিন নূতন, কন্ঠশিল্পী আলম আরা মিনু, জাতীয় দলের ক্রিকেটার তাইজুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, চলচ্চিত্র পরিচালক শাহ মো. সংগ্রাম, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মোঃ আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা ওয়াহিদুর রহমান জিঠু, জাকির হোসেন প্যারট, আবীর রহমান সৈকত ও জহিরুল ইসলাম লিমন প্রমুখ। অনুষ্ঠানে কন্ঠশিল্পী আলম আরা মিনু সঙ্গীত পরিবেশন করেন। প্রতিক্রিয়া ব্যক্ত করে শিশু শিক্ষার্থীরা।
×