ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাজধানীতে পুলিশের সঙ্গে ডাকাতদের গোলাগুলি

প্রকাশিত: ০১:১৫, ১৭ মার্চ ২০১৮

রাজধানীতে পুলিশের সঙ্গে ডাকাতদের গোলাগুলি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে ডাকাতের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়েছে। এতে আহত হয়েছেন দুই পুলিশ ও এক আনসার সদস্য এবং এক ডাকাত। গুলিবিদ্ধ এক ডাকাতসহ দুই ডাকাত গ্রেফতার। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কদমতলী থানাধীন ওয়াসা পুকুরপাড় এলাকায় ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ ডাকাত আব্দুর রশিদকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। কদমতলী থানার ওসি এম এ জলিল জনকণ্ঠকে জানান, তৎক্ষণিক সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে ১০ থেকে ১৫ জন ডাকাত সেখানে অবস্থান করছিল। ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে ও দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশ পাল্টা গুলি চালালে আব্দুর রশিদ গুলিবিদ্ধ হয়। অভিযানে দুই পুলিশ ও এক আনসার সদস্য আহত হয়েছেন। তাদের রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পরপরই রশিদসহ দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ১০টি তাজা ককটেল ও চাপাতি উদ্ধার হয়েছে। গুলিবিদ্ধ রশিদ কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে বহু মামলা আছে।
×